এশিয়ানদের ঐক্যে আমি অভিভুত

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী, সিটি কম্পট্রোলার জন ল্যু বলেছেন, সদ্য সমাপ্ত মেয়র নির্বাচনে বাংলাদেশী তথা এশিয়ানদের ঐক্যে আমি অভিভূত। ইতিপূর্বে এশিয়ানদের মধ্যে আমি এমন ঐক্য দেখিনি। তার নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিয়ে তাকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য তিনি সকল এশিয়ান ভোটার, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এখানেই শেষ নয়। আমাদেরকে সামনের দিকে এগুতে হবে। গুরুত্বপূর্ণ নিউইয়র্ক সিটিতে সিটিবাসীকে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ করে বাসস্থান, শিক্ষা, হেলথ, ইন্স্যুরেন্স, ক্ষুদ্র ব্যবসা প্রভৃতির সমস্যা সমাধানে গুরুত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।গত ৬ অক্টোবর রোববার সন্ধ্যায় টিক্কা গার্ডেন রেষ্টুরেন্টে জ্যামাইকায় নির্বাচনোত্তর সমাবেশেজন ল্যু আরো বলেন, আমি আপনাদের কোনদিন ভুলবো না। ব্যতিক্রমী এই সমাবেশে বিপুল সংখ্যক বাংলাদেশী আমেরিকানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আস্যাল) এই সমাবেশের আয়োজন করে।সমাবেশে আগত অতিথিদের শুভেচ্ছা জানান আস্যাল প্রেসিডেন্ট মাফ মিসবাউদ্দিন। সমাবেশের শুরুতে মেয়র পদপ্রার্থী জন ল্যু’র নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্যাম্পেইন সহকারী জামিলা উদ্দিন।সমাবেশে অ্যাসাল’র ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর শফিকুর রহমান মিলন, এক্সিকিউটিভ ডিরেক্টর সাবুল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, কুইন্স কমিটির প্রেসিডেন্ট তুহিন আহমেদ, আস্যাল ওমেন চ্যাপ্টারের প্রধান মাদেজা উদ্দিনসহ উল্লেখযোগ্য বাংলাদেশীদের মধ্যে উপস্থিত ছিলেন ছদরুন নূর, এবিএম ওসমান গনি, নার্গিস আহমেদ, মোহাম্মদ মনির হোসেন, এহসানুর রহমান, সৈয়দ ইলিয়াস খসরু, ওসমান চৌধুরী, একেএম সফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার কামাল ভূঁইয়া, ইঞ্জিনিয়ার এম এ খালেক, মোহাম্মদ ফরহাদ উদ্দিন, আব্দুল মান্নাফ তালুকদার, মইনুর রহমান তুহিন (সাহেব), মঞ্জুরুল ইসলাম বিটি
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment