জাপানের দক্ষিণাঞ্চলে হাসপাতালে আগুন লেগে ১০ জন নিহত

জাপানের দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালে আগুন লেগে অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আটজন রোগী ও হাসপাতালের দু'জন কর্মী রয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। জানা গেছে, চারতলা ঐ অর্থোপেডিক হাসপাতালটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়ে সেটি সারা ভবনে ছড়িয়ে পড়ে। ঐ সময় হাসপাতালটিতে ১৭ জন রোগী অবস্থান করছিল। তাদের মধ্যে বেশ কয়েকজন বয়স্ক রোগীও ছিলেন। তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিচতলায় আগুনের লাল লেলিহান শিখার সঙ্গে তারা প্রচুর ধোঁয়াও দেখতে পেয়েছেন। সেইসঙ্গে কেউ কেউ হাসপাতালের বিছানাগুলো পুড়তে দেখেছেন। এক সংবাদ সম্মেলনে একজন অগ্নিনির্বাপক কর্মকর্তা বলেন, "মানুষের জীবনরক্ষার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি। কিন্তু এটি অত্যন্ত জটিল এক পরিস্থিতি ছিল।" ঐ কর্মকর্তা আরো জানান, "আমরা আগুন লাগার ঘটনার সংবাদ অনেক দেরিতে পেয়েছি। আর ঘটনার শুরুর দিকে সেটি নিয়ন্ত্রণের কোনো চেষ্টা করা হয়নি।"
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment