আগামী ২৫শে অক্টোবর রাজধানীতে সমাবেশের প্রস্তুতি
নিচ্ছে বিএনপি। বিরোধী নেতা খালেদা জিয়ার সমাবেশটি থেকে সরকারের বিরুদ্ধে
চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে পারেন। সমাবেশের অনুমতি ঢাকা মহানগর
বিএনপির সদস্য সচিব আবদুস সালাম গতকাল মহানগর পুলিশ কমিশনারের কাছে একটি
আবেদন করেছেন। আবেদনে জনসভার জন্য তিনটি স্থান সোহরাওয়ার্দী উদ্যান, পল্টন
ময়দান অথবা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের জায়গা চাওয়া হয়েছে। এ
ব্যাপারে আবদুস সালাম বলেন, ২৫শে অক্টোবর রাজধানীতে সমাবেশের পরিকল্পনা
রয়েছে। এই জনসভায় দলের চেয়ারপারসন ও ১৮দলীয় নেতা খালেদা জিয়া প্রধান অতিথি
হিসেব বক্তব্য রাখবেন। এ জন্য অনুমতি চেয়ে আবেদন করেছি। এদিকে সংবিধানের
পঞ্চদশ সংশোধনের ফলে এখন সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫
অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন হবে। এই সময়ে সংসদ
বহাল ও আওয়ামী লীগ সরকারে থাকবে। নির্বাচনকালীন সময়ে নির্বাচিত
এমপি-মন্ত্রীদের মধ্য থেকে ছোট একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের কথা বলছে
সরকার। বিএনপির নেতৃত্বাধীন ১৮দলসহ দুই জোটের বাইরের দলগুলো করেছে, সংসদের
শেষ অধিবেশনে নির্দলীয় সরকারের বিল এনে তা পাস করতে হবে। বিএনপির
নেতৃত্বাধীন ১৮দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে সরকার একদলীয় নির্বাচন করতে চাইলে
ভোটকেন্দ্রভিত্তিক সংগ্রাম পরিষদ গঠন করে নির্বাচন প্রতিহত করা হবে। এদিকে
নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে জনমত গঠনে বিরোধীদলীয় নেতা
খালেদা জিয়া দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে জনসভা করছেন। তার অংশ
হিসেবে আগামী ২২শে অক্টোবর বরিশালে জনসভা করবেন তিনি। নির্দলীয় সরকারের
দাবিতে আন্দোলনরত বিএনপি আগামী ২৫শে অক্টোবর থেকে সরকার পতনের আন্দোলনের
ঘোষণা দিয়েছে। সংসদের চলতি অধিবেশন ২৪শে অক্টোবরের পরও চালিয়ে যেতে বুধবার
সংসদে দাবি তুলেছেন সরকারি দলের তিন সিনিয়র এমপি তোফায়েল আহমেদ, সুরঞ্জিত
সেনগুপ্ত ও মতিয়া চৌধুরী। তারা বলেছেন, সংসদ কতদিন চলবে তা নির্ধারণ করবেন
স্পিকার। বিরোধী নেতা খালেদা জিয়া কোথায় পেয়েছেন ২৪ তারিখ? ২৪ তারিখ কোনো
‘রেড লেটার ডে’ নয়। ২৪শে অক্টোবরের পরে সংসদ চলায় কোনো বাধা নেই। একই সঙ্গে
আওয়ামী লীগ নেতারা বলেছেন, ২৫শে অক্টোবরের পর থেকে আওয়ামী লীগ মাঠ দখলে
রাখবে। সার্বিক পরিস্থিতিতে ২৫শে অক্টোবর নিয়ে রাজনৈতিক অঙ্গনে সংঘাতের
আশঙ্কা করছেন রাজনৈতিক মহল।
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন