শনিবার সড়ক অবরোধের মাধ্যমে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামীলীগের
জনসভায় জেলা নেতৃবৃন্দকে যেতে না দেওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলা এবং
পরিস্থিতি নিয়ন্ত্রনে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা খোরশেদ আলমকে ক্লোজড্ করা হয়েছে। শনিবার রাত ৮টায় তাঁকে নোয়াখালী
পুলিশ লাইনে ক্লোজড্ করা হয়। উপ-পরিদর্শক (এসআই) তানভিরকে চলতি দায়িত্ব
দেওয় হয়। এনিয়ে গত ৫ বছরে ৮জন ওসিকে হাতিয়া প্রত্যাহারের ঘটনা ঘটলো। এরমধ্যে শুধুমাত্র একজন সর্বোচ্চ এক বছর ৪ মাস পর্যন্ত থাকতে পেরেছেন।সংশ্লিষ্ট
সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হাতিয়ার
নলের চরের দরবেশবাজারে জলদস্যু বাহিনী প্রধান এমরান হোসেন ওরপে এমরান (৩৫)
এবং গণপিটুনীতে তার সহযোগি জসিম উদ্দিন (৩২) নিহত হওয়ার পর জলদস্যু ফারুক
কমান্ডার, মতিন কসাই, কালাম চৌধুরীকে ফিরিয়ে আনা হয় চরে। এছাড়া মনপুরার
স্বপন বাহিনী ও রামগতির কালু বাহিনী আস্তানা গাড়ে ঠেঙার চর, কালামচর ও চর
নুরইসলামে।শনিবার হাতিয়া উপজেলা আওয়ামীলীগের জনসভায় জেলা নেতৃবৃন্দ
যাতে যোগ দিতে না পারে সেজন্য জলদস্যুরা শুক্রবার রাতে হাতিয়ার ছৈয়দিয়া,
রহমত বাজার, ব্রীকফিল্ড, লক্ষিদিয়া, বয়ারচরের আলী বাজার, হাতিয়া বাজারসহ
বিভিন্নস্থানে একযোগে ফাঁকা গুলিবর্ষণ করে। বিপুল সংখ্যক আমর্ড পুলিশ, ডিবি
এবং অতিরিক্ত পুলিশ থাকা স্বত্তে¡ও অস্ত্রধারীদের বিরুদ্ধে এবং গতকাল
শনিবার দিনেদুপুরে গাছ কেটে সড়ক অবরোধের ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেওয়ায়
ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে তাকে ক্লোজড্
করা হয়।শুক্রবার রাতে জলদস্যুরা হাতিয়ার বিভিন্নস্থানে ফাঁকাগুলি
বর্ষণের বিষয়টি তিনি শুনেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) আনিসুর
রহমান পিপিএম। একই সাথে ওসি খোরশেদ আলমকে ক্লোজড্ করার বিষয়টি নিশ্চিত করে
বলেন, জলদস্যুদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এই শাস্তিমূলক
পদক্ষেপ নেওয়া হয়েছে।
Home / Uncategories / কর্তব্যে অবহেলা এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় হাতিয়ার ওসি ক্লোজড্
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন