
বাংলাদেশের সামপ্রতিক পরিস্থিতি ও বড় দু’দলের দেয়া
প্রস্তাব নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন
জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। তিন দিনের ব্যবধানে
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বদলীয় সরকারের
প্রস্তাব এবং বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার ১৯৯৬ ও ২০০১ সালের
উপদেষ্টাদের মধ্যে দশজন নিয়ে নির্বাচনকালীন সরকারের বিকল্প প্রস্তাব দেয়ার
পরই জাতিসংঘ দূত বড় দুই দলের শীর্ষ নেতাকে ফোন করলেন। প্রথমে বিকেলে তিনি
বিএনপি মহাসচিব ও পরে রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ফোন করেন। প্রধান
রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পর
জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর টেলিফোন পেলেন
মির্জা ফখরুল। বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন,
ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেন তারানকো। এ সময় তিনি
রাজনৈতিক সংলাপ ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন। মির্জা আলমগীর
ফোনালাপের সময় নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে বিরোধীদলীয় নেতার
প্রস্তাব ও সংলাপের জন্য আওয়ামী লীগকে চিঠি পাঠানোর বিষয়গুলো সম্পর্কে
তারানকোকে অবহিত করেন। উল্লেখ্য, বাংলাদেশে নির্বাচনকালীন সরকার নিয়ে দুই
দলের পাল্টাপাল্টি অবস্থানের কারণে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে গত মে
মাসে বান কি মুনের পক্ষ থেকে ঢাকা সফরে আসেন আর্জেন্টাইন কূটনীতিক তারানকো।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক
ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন ।.....
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন