সংঘাত এড়িয়ে সমস্যার সমাধানের আহবান ইনুর

সংঘাত এড়িয়ে সমস্যার সমাধানের আহবান ইনুর
ঈদুল আজহার নামাজ আদায় শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আহবান জানান তিনি।সংঘাতের পথ এড়িয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে বিরোধী দলের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার নিজ এলাকা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মধ্যপাড়া ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সকাল সাড়ে ৮টায় নিজ বাড়ী সংলগ্ন ভেড়ামারা মোকারিমপুর ইউনিয়নের মধ্যপাড়া ঈদগাহে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ঈদুল আজহার নামাজ আদায় করেন।একই উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ বড় মসজিদ চত্বর ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রধামন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ।এ সময় তার সাথে নামাজ আদায় করেন বিএনপির সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। নামাজ শেষে বেলা ১০টার দিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাহিরচর ষোলদাগে মাহবুব উল আলম হানিফের বাসভবনে এসে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।পরে তথ্যমন্ত্রী একই এলাকায় বিএনপির সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামের বাসভবনে যান এবং তার সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে ভেড়ামারার গোলাপনগরে হযরত সোলাইমান চিশতী (রঃ) মাজার জিয়ারত করেন। জাসদ ও মহাজোটের নেতৃবৃন্দ এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।মহাজোট ক্ষমতায় আসার পর এই প্রথম ক্ষমতাসীন দলের এই দুই নেতা নিজ এলাকায় ঈদ উদযাপন করলেন।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment