সব দল ছাড়া নির্বাচনে যাবে না হোসাইন মোঃ এরশাদ

সব দল ছাড়া নির্বাচনে যাব না: এরশাদসব দল ছাড়া নির্বাচনে যাব না: এরশাদ
সোমবার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ না করলে জাতীয় পার্টিও তাতে অংশ নেবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।
সোমবার বেলা ১২টার দিকে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
 এরশাদ বলেন, "আগামী সংসদ নির্বাচনে সব দল অংশ না নিলে তা গ্রহণযোগ্য হবে না। এই ধরনের নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না।"রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, "প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে নৈশভোজে গিয়েছিলাম। নৈশভোজের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। তিনি জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন সে বিষয়ে আগেই আমরা আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। আমরা বলেছি যে, প্রধানমন্ত্রীর ভাষণে অনেক বিষয়ে অস্পষ্টতা রয়েছে। যেমন, নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন, মন্ত্রীসভায় কতোজন সদস্য থাকবে, কবে এই সরকার গঠন হবে, সংসদ বাতিল করা হবে কি না ইত্যাদি।"জাতীয় পার্টির মহাজোটে থাকার বিষয়ে এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আরফুল ইসলামের বক্তব্য প্রসঙ্গে এরশাদ বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠকের পর সৈয়দ আশরাফের দেওয়া বক্তব্য শুনে আমি স্তম্ভিত হয়েছি। তার বক্তব্য অসত্য, ভিত্তিহীন। আমরা মহাজোটে থাকব কি থাকব না সেই সিদ্ধান্ত আমরা নেব, তিনি নন।"তিনি বলেন, "আমরা কোনো জোটে থেকে নির্বাচন করব না। একথা আমি আগেও বলেছি। অতীতে জোটে থেকে নির্বাচন করেছি, কিছু পাইনি। জোটবদ্ধ হয়ে আমরা আর নির্বাচন করব না। জাতীয় পার্টি কাউকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচনে যাবে না।"প্রসঙ্গত, রোববার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আমরা মহাজোটগতভাবেই আগামী নির্বাচনে অংশ নেব। যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনে না আসে সেক্ষেত্রে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে। তবে যা কিছুই হোক আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবেই সিদ্ধান্ত নেবে।"
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment