সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া। সোমবার বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনের বলরুমে সংবাদ সম্মেলন খালেদা জিয়া এ প্রস্তাব দেন।প্রস্তাবের
ব্যাখায় তিনি বলেন, "এ ১০ জনের জন্য সরকার ও বিরোধীদল ৫ জন করে নাম
প্রস্তাব করবে। তারাই আসন্ন নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা হবেন।"
অন্তর্বর্তীকালীন
সরকারের প্রধান কে হবেন- সে প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, "সরকারী ও
বিরোধীদলের ঐক্যমতের ভিত্তিতে সকলের কাছে গ্রহণযোগ্য একজন সম্মানিত
নাগরিককে এই অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নির্ধারণ করা
হবে।"তিনি বলেন, "আমি আশা করি শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রস্তাব গ্রহণ করবেন।"সাবেক প্রধানমন্ত্রী বলেন, "বর্তমান সংসদ ভেঙ্গে যাবার আগে ওই অন্তবর্তীকালীন সরকারকে নির্বাচিত করে দিতে পারে। সংসদ যেভাবে রাষ্ট্রপতি, স্পিকার ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের নির্বাচিত করে থাকে।"
এ সময় খালেদা জিয়া দুই পক্ষের মধ্যে দ্রুত আলোচনার উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উদ্দেশে দেয়া প্রস্তাবে তিনি বলেন, "১৯৯৬ ও ২০০১ সালে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণভিত্তিক দুটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই দুটি সরকারের উপদেষ্টারা তাদের নিরপেক্ষতার জন্য সকল মহলে প্রশংসিত হয়েছিলেন। ওই দুটি নির্বাচনে একবার আওয়ামী লীগ ও একবার বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করে।"১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান ও ২০০১ সালে ছিলেন সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান।শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে ওই মন্ত্রিসভায় বিরোধী দলের সংসদ সদস্যদের নাম দেওয়ারও আহ্বান জানান।সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে বর্তমান সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী দশম সংসদ নির্বাচন হবে। এদিকে, সংসদের চলতি অধিবেশন ২৪ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত রয়েছে কার্য উপদেষ্টা কমিটির।এর মধ্যে 'নির্দলীয় সরকার পদ্ধতির' বিল সংসদে পাস না করলে আগামী ২৫ অক্টোবর থেকে সরকার পতনের কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের বলেছেন, ২৪ অক্টোবরের পর সংসদ চলতে পারবে না, এটা সংবিধানের কোথাও লেখা নেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন