আরবে বেসরকারি নিয়োগকর্তাদের সংগঠন ‘সৌদি ন্যাশনাল রিক্রুটমেন্ট কমিটির সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দলও বাংলাদেশ সফর করেন।এসবের ধারাবাহিকতায় সৌদির শ্রম বাজার আবার উন্মুক্ত হতে যাচ্ছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান বাংলানিউজকে বলেন, সৌদি সরকার নতুন করে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে। এটা শ্রম বাজারের জন্য বিরাট এক সুখবর। আমাদের দীর্ঘ দিনের প্রচেষ্টার পর বাজারটি আবার খুলতে যাচ্ছে।তিনি বলেন, শুরুতেই গৃহকর্মী ও গাড়ি চালক নিলেও ধীরে ধীরে অন্যান্য পেশার কর্মীও নেবে সৌদি। আমরা তাদের চাহিদা মোতাবেক দক্ষ শ্রমিক পাঠাবো।ড. জাফর আরও বলেন, আমাদের শ্রমিকদের করা অপরাধের জন্যই বিরাট বিরাট বাজার বন্ধ হয়ে যায়। দেশের ভাবমূর্তি নষ্ট হয়। এজন্য দেশের বৃহত্তর স্বার্থে সেখানে যাওয়া শ্রমিকদের দেশটির আইন-কানুন মেনে চলা উচিত।তবে এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মহাসচিব আলী হায়দার চৌধুরী বাংলানিউজকে বলেন, সৌদি আরব সামান্য কিছু কর্মী নিতে চেয়েছে। এর মানে এই নয় যে বাজার উন্মুক্ত হলো। এটা তাদের অনেক আগের চাহিদা। এক কথায় পুরোনো প্রস্তাব। কবে নাগাদ পুরো বাজার খুলবে সেটি এখনই বলা মুশকিল। বিষয়টি অনেক কিছুর উপর নির্ভর করে।তিনি আরও বলেন, তবে বায়রা চায় দ্রুত সৌদিসহ বাংলাদেশি শ্রমকিদের জন্য বন্ধ হওয়া সকল বাজার উন্মুক্ত হোক।
আরাবিয়ান সৌদি আরব শ্রম বাজারে সুবাতাস বয়ে যাচ্ছে
-আরবে বেসরকারি নিয়োগকর্তাদের সংগঠন ‘সৌদি ন্যাশনাল রিক্রুটমেন্ট কমিটির সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দলও বাংলাদেশ সফর করেন।এসবের ধারাবাহিকতায় সৌদির শ্রম বাজার আবার উন্মুক্ত হতে যাচ্ছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান বাংলানিউজকে বলেন, সৌদি সরকার নতুন করে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে। এটা শ্রম বাজারের জন্য বিরাট এক সুখবর। আমাদের দীর্ঘ দিনের প্রচেষ্টার পর বাজারটি আবার খুলতে যাচ্ছে।তিনি বলেন, শুরুতেই গৃহকর্মী ও গাড়ি চালক নিলেও ধীরে ধীরে অন্যান্য পেশার কর্মীও নেবে সৌদি। আমরা তাদের চাহিদা মোতাবেক দক্ষ শ্রমিক পাঠাবো।ড. জাফর আরও বলেন, আমাদের শ্রমিকদের করা অপরাধের জন্যই বিরাট বিরাট বাজার বন্ধ হয়ে যায়। দেশের ভাবমূর্তি নষ্ট হয়। এজন্য দেশের বৃহত্তর স্বার্থে সেখানে যাওয়া শ্রমিকদের দেশটির আইন-কানুন মেনে চলা উচিত।তবে এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মহাসচিব আলী হায়দার চৌধুরী বাংলানিউজকে বলেন, সৌদি আরব সামান্য কিছু কর্মী নিতে চেয়েছে। এর মানে এই নয় যে বাজার উন্মুক্ত হলো। এটা তাদের অনেক আগের চাহিদা। এক কথায় পুরোনো প্রস্তাব। কবে নাগাদ পুরো বাজার খুলবে সেটি এখনই বলা মুশকিল। বিষয়টি অনেক কিছুর উপর নির্ভর করে।তিনি আরও বলেন, তবে বায়রা চায় দ্রুত সৌদিসহ বাংলাদেশি শ্রমকিদের জন্য বন্ধ হওয়া সকল বাজার উন্মুক্ত হোক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন