একাত্তরের
মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আল-বদর নেতা চৌধুরী মঈন উদ্দিন ও
আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে রায় আগামী রবিবার ঘোষণা করা হবে। বিচারপতি
ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করবে। আজ
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন এই খবর নিশ্চিত করেছেন।প্রসিকিউশনের
পক্ষ থেকে এই দুই বদর নেতার বিরুদ্ধে একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের
১১টি অভিযোগ আনা হয়। প্রসিকিউশনের দাবি, চৌধুরী মইন উদ্দিন ও
আশরাফুজ্জামান খান ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের বুদ্ধিজীবীদের অপহরণ
করে রায়ের বাজার বদ্ধভূমিতে হত্যা করে। তাদের বিরুদ্ধে শিক্ষাবিদ মোফাজ্জল
হায়দার চৌধুরী, মুনীর চৌধুরী, সাংবাদিক সেলিনা হোসেনসহ ১৮ বুদ্ধিজীবী
হত্যার অভিযোগ আনা হয়।অভিযোগ পত্রে বলা হয়, বুদ্ধিজীবী
হত্যাকাণ্ডের অপারেশন ইনচার্জ ছিল চৌধুরী মঈন উদ্দিন ও চিফ এক্সিকিউটর
ছিলেন আশারাফুজ্জামান খান। আদেশ অনুযায়ী তারা ট্রাইব্যুনালে হাজির না হওয়ায়
তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু করেন ট্রাইব্যুনাল। তাদের পক্ষে
রাষ্ট্রীয় খরচে দুই আইনজীবীকেও নিয়োগ দেয়া হয়।
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন