আগামীকাল রাজধানীর কোথাও সমাবেশ করবে না ঢাকা মহানগর ও বাংলাদেশ আওয়ামী লীগ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদের সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।ঢাকা মহানগর ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বোলেছেন ‘ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আমাদের অনুমতি দেয়নি।
আগামীকাল আমরা সমাবেশ করব না। তবে জনগণের জানমাল রক্ষায় আগামীকাল জুমার পরে
রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেব।’ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, ‘রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ তিনটি স্থানে সমাবেশের
অনুমতি চেয়েছিলাম। কিন্তু ডিএমপি থেকে আমাদের বলা হয়েছে, একই দিনে
রাজধানীতে দুই জোটকে সমাবেশ করতে দিলে আইনশৃঙ্খলার চরম অবনতি হবে। এজন্য
আমাদের অনুমতি দেওয়া হয়নি।’তাই মোফাজ্জল হোসেন চৌধুরীর আগামীকাল জুমার পরে
রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবো একথা জানার পরে সাধার জনগনের ভিতরে
কিছু সংঘশ হবে বোলে মনে করেন । দেশর সাধারন মানুষ আর বলেন দেশে আইন শৃংক্ষলা
রক্ষা করার জন্য আইন রক্ষা বাহিনী পুলিশ এবং RAB বাহিনী আছে ।
এখানে মোফাজ্জল হোসেন চৌধুরীর কোন প্রয়োজন নাই বলে মনে করেন দেশের
জন সাধারন ।
কিছু সংঘশ হবে বোলে মনে করেন । দেশর সাধারন মানুষ আর বলেন দেশে আইন শৃংক্ষলা
রক্ষা করার জন্য আইন রক্ষা বাহিনী পুলিশ এবং RAB বাহিনী আছে ।
এখানে মোফাজ্জল হোসেন চৌধুরীর কোন প্রয়োজন নাই বলে মনে করেন দেশের
জন সাধারন ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন