ঘটনার পর সাংবাদিক ও তাঁর সঙ্গী তাঁদের বন্ধু ও স্বজনদের বিষয়টি জানান এবং এ ব্যাপারে থানায় অভিযোগ করতে যান। কেন্দ্রীয় পুলিশের অতিরিক্ত কমিশনার প্রাভিন সালুনখি ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানান, আঞ্চলিক ডেপুটি কমিশনার ভিনায়েক দেশমুখকে ঘটনার শিকার দুজনের সঙ্গে দেখা করতে এবং ঘটনাস্থল পরিদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।আজ সকালে ওই সাংবাদিকের বন্ধু ঘটনাস্থলে গিয়ে পুলিশকে ঘটনার বিবরণ দিয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।এন এম জোসি মার্গ পুলিশ স্টেশনের একজন কর্মকর্তা জানান, এ ঘটনায় পুলিশ ২০ জনকে আটক করেছে এবং সন্দেহভাজন পাঁচজনের আঁকা ছবি প্রকাশ করেছে।ওই সাংবাদিক জানিয়েছেন, ধর্ষণকারীদের মধ্যে দুজনের নাম রুপেশ ও সাজিদ। তারা একে অন্যের নাম ধরে ডাকছিল। এদের মধ্যে চারজনের বয়স বিশের মধ্যে হবে।মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল গতকাল রাতেই হাসপাতালে ওই সাংবাদিককে দেখতে যান। তিনি এ সময় অপরাধীদের শিগগিরই গ্রেপ্তারের আশ্বাস দেন।
ভারতে এবার নারী সাংবাদিককে গণধর্ষণ করলেন
-ঘটনার পর সাংবাদিক ও তাঁর সঙ্গী তাঁদের বন্ধু ও স্বজনদের বিষয়টি জানান এবং এ ব্যাপারে থানায় অভিযোগ করতে যান। কেন্দ্রীয় পুলিশের অতিরিক্ত কমিশনার প্রাভিন সালুনখি ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানান, আঞ্চলিক ডেপুটি কমিশনার ভিনায়েক দেশমুখকে ঘটনার শিকার দুজনের সঙ্গে দেখা করতে এবং ঘটনাস্থল পরিদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।আজ সকালে ওই সাংবাদিকের বন্ধু ঘটনাস্থলে গিয়ে পুলিশকে ঘটনার বিবরণ দিয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।এন এম জোসি মার্গ পুলিশ স্টেশনের একজন কর্মকর্তা জানান, এ ঘটনায় পুলিশ ২০ জনকে আটক করেছে এবং সন্দেহভাজন পাঁচজনের আঁকা ছবি প্রকাশ করেছে।ওই সাংবাদিক জানিয়েছেন, ধর্ষণকারীদের মধ্যে দুজনের নাম রুপেশ ও সাজিদ। তারা একে অন্যের নাম ধরে ডাকছিল। এদের মধ্যে চারজনের বয়স বিশের মধ্যে হবে।মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল গতকাল রাতেই হাসপাতালে ওই সাংবাদিককে দেখতে যান। তিনি এ সময় অপরাধীদের শিগগিরই গ্রেপ্তারের আশ্বাস দেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন