জমজমাত চলছে কালো ধান্দা



জমজমাত চলছে কালো ধান্দার বিজনেস গুলোর কিনতু সেই দিকে আমাদের কার কোন
মাথা ব্যথা নাই । মাথা ব্যথা আমাদের ওখানে যেখানে রাজনীতি সেখানে ।
আর এই সুজোগ গুলো হাতিয়ে নিচ্ছে কিছু কালধান্দার কাল মুখশধারী লোকেরা । এই রাজনীতির ব্যরাজালের ফাকদিয়ে জমিয়ে  বিজনেস করে চলছেন এইদেশের তরুন সমাজ নষ্ট কারী কিছু দল যাদের নাম হয়ত বা আমরা জানিনা বা জানলেও বলতে চাইনা মৃত্যুর ভয়ে ।এখানে আমাদের ভুল নিজেদের জিবনের কথা চিন্তা করি অথচ আগামী ভবীষর্ত ছেলেমেয়েদের কথা একবারের জন্য কেউ ভেবে দেখিনা যারা এই মরনাপন্য নেসা গুলোর সাথে জরীয়ে যাচ্ছে তারা আমাদেরি কার না কার ছেলেমেয়ে বা এ দেশেরি সন্তান । যারা দেশর ভবিষত যাদেরকে সাথে নিয়ে সাথে নিয়ে পারি দিতে হবে আগামী ভবীষত আজ যারা এই নেসাগুলোতে জরিয়ে যাচ্ছে তারাই কিনতু পারত হয়ত বা কেউ না কেউ এই দেশেক গড়ার অঙ্গীঙ্গার বধ্যত ।হথচ তারাই হারিয়ে যাচ্ছে নেসায় মঘন্য হয়ে নেসার মহলে ।প্রতিদিন বারছে নেসা ইয়াবা ় গাজা ়মদ ় হিরইন ও আরঅন্য নেসা গুলোর সেবক বাড়ছে ক্রেতা বাড়ছে বিক্রেতাও তো চলছে জমিয়ে কাল ধান্দা
মরনাপর্ন নেসা ইয়াবা়ফেনসিদেল ওরফে ডাইল ়গাজা ়মদ ়হিরয়ইনের থাবায় হারাচ্ছে প্রটি দিন কোননা কোন মায়ের ছেলে ও মেয়ে । এই নেসা গুলোর থাবায় পরে অকালে জিবন হারাচ্ছে আমাদের দেশের আগামী ভবীষষত আগামীর প্রজজ্মের ছেলে মেয়েদের জীবন ।
প্রতেক দিন শত শত ছেলে মেয়েরা জরীয়ে যাচ্ছে এই মরনাপন্য নেসাগুলোর সাথে ।
তবে সবথেকে ঝুকিপূর্ন্য অবস্থায় পরে যাছে ১৫ থেকে ১৮ বছর বয়সের কিছর কিছরিরা
এই ছোট ছোট ছেলে মেয়েরাই এখন যেমন এই মরনান্য নেসাগুলোতে হেলে পরছেন তেমন এই বয়সের এই ছোট ছেলে মেয়েরাই এখন এই নেসাগুলো বাজারজাত করছেন ।
কিনতু বিষয় লক্ষ্য করলেই অনেক কিছু বুজতে পারবো আমরা এই নেসাগুলো কি কোন মঙ্গল গ্রহ থেকে বা চাঁদের দেশ থেকে আসসে না । এই নেসাগুলোকে রপ্তানী ও আমাদানী করছেন কারা এ দেশের মাটিতে তাদেরকে খুজে বেরকরার দায়ত্বও কিনতু প্রশাশন সহ আমাদের বাংলাদেশের প্রতেকটি সাধারন মানষের । তবে অতী দুংখের ও অনেক কষ্টকর বিষয় হলেও
না বলে পারতেছি না তা হলো আজকাল নিউজ পেপার পত্রিকায় পাওয়া যায় আমাদের দেশের প্রশাশনীক কিছু অসাধু লোকেরাও নাকী আজ কাল এইধরনের ব্যবসারসাথে জরীত আছেন 
এইত কয়েক দিন আগে একটি পত্রিকায় দেখলাম বি বাড়ীয়ায় কোন একটি গ্রামের এক বাড়ী থেকে প্রায় ১২০০ থেকে২০০০ বোতল ফেনসিডেল নাকী ডিবি পুলিশ সাদা পোষাকে আতক করেছিলেন পরে সংবাদটি জানাজানির এক পর্যায় জানা গেলো ঐ থানার কর্মকতারা পরে পুরো ঘটনাটিকে উল্টে দিছেন এবং তারা অর্শশিকার করে বলেন এই ধরনের কোন ঘটনা ঘটে নাই এবং তারা কোন মাল আতক করে নাই । এই ঘটনার সংবাদ শুনে সাংবাদিক কর্মীর কিছু লোক ঘটনা স্থলে পরিদর্শন করেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুর ঘটনাতাই তারা অর্সসীকার করেন ।তবে এই ভাবে প্রশাশনের অসচেতনা অবহেলীত বেশি দিন চলতে থাকলে সারা বাংলায় ইয়াবার মত ক্ষতিগ্রস্থ নেসাগুলো প্রতেকটি ঘরে ঘরে অগ্রসর হতে থাকবে আর আমাদের মত ছোট একটি দেশের অনেক ক্ষতি হয়ে যাবে ।আর এই ক্ষতিগুলো আমরা আমাদের জিবন দিয়েও পরিপূন্য করতে পারব না বা কখনই সোদ্রর্রাতে পারব না । একবার ভেবে দেখুন যে সন্তান ও ছেলেমেয়েরাই এই মরনা পন্য নেসার জগতে গুরছে তারা কিনতু আর কেউ না তারা আপনার আমার সন্তান তারা আপনার আমার ছেলে মেয়ে এবং তারাই কিনতু আপনার আমর কারো না কারো ভাই বোন ।তারাই কিনতু আমাদের দেশের আগামী ভবিষত উজ্জল নক্ষত্র । তাই পুলিশ ও অন্য প্রশাশন কৃতপক্ষের কাছে বিশেষ আবেদন ও অনুরোধ আমাদের দেশের প্রতেকটির সাধারন মানুষের একটি দাবী আরযেন
এই বাংলার মাটিতে ইয়াবার মত নেসা দ্রব্য বাজর জাতক না হয় হারাতে যেন না হয় কোন মায়ের কোন সন্তানকে হারাতে যেন না হয় কোন বোনকে তার ভাইকে হারতে যেন না হয় কোন ভাইকে তার বোনকে। আপনেরা পুলিশ প্রশাশন ও আমরা সাধারন মানুষ গুলো একটু সচেতন নাগরিকের দায়ত্ব্য পালন করলে এবং আমরা সকলে মিলে একটু দায়ত্ব শীল হলেই কিনতু আগামী প্রজজ্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়া সম্ভব ।
তবে শধু প্রশাশনের নয় আমাদের বাবা মায়েদের অনেক দায়ত্ব্য আছে ।
তাই আসুন আজ এখন থেকেই আমরা সচেতনার সাথে আমাদের দায়ত্ব গুলো পালন করা শুরু করি । আর সেই দায়ত্ব্যর বিষয় নিয়ে আগামী পর্বে লেখব ।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment