baroter kesso elaka bangladesher hatetule debar prosstab

banglablogersonbad  ammadesh  songruokon
ভারতের আটি প্রদেশ বাংলাদেশের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশের সুশীল সামাজিক আন্দোলন।
রোববার বিকালে ঝালকাঠি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মান্নান সরদার।
সমপ্রতি ভারতের ধর্মীয় কট্টরপন্থী দল বিজেপির শীর্ষ এক নেতা বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূ-খণ্ড ভারতকে ছেড়ে দেয়ার দাবি করেন।
বিজেপি নেতার ওই দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা দাবি হিসেবে ভারতের আটটি প্রদেশ বাংলাদেশকে ছেড়ে দেয়ার দাবি করেন আবদুল মান্নান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ভারতবর্ষের ইংরেজ শাসন আমলে আমাদের বৃহত্তর বাংলার দাবি ছিল ইংরেজদের কাছে। তাই আমি বাংলা ভাষাভাষি প্রদেশগুলো পশ্চিমবঙ্গ, উডিষ্যার পূর্বাঞ্চল, বিহারের পূর্বাঞ্চল, আসাম, মেঘালয়, মনিপুর, ত্রিপুরা ও মিজোরামকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানাই।’
ঝালকাঠিতে এই সংবাদ সম্মেলন করার কারণ জানতে চাইলে আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, ‘জেলার নলছিটিতে আমার গ্রামের বাড়ি হওয়ায় এখানে সংবাদ সম্মেলন করলাম।’
ঢাকার মোহম্মদপুরে বাংলাদেশে সুশীল সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় আছে বলেও তিনি জানান।
জাতীয় রাজনীতিতে কোনো জোটের সমর্থন করেন জানতে চাইলে আবদুল মান্নান বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ১৪ দলের পক্ষে সব সময় কথা বলে আসছি।’
তবে ভারতের ভূ-খণ্ড দাবির কারণে জেলে যেতে হলেও কোনো আপসোস নেই বলে জানান তিনি।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment