না লেখে পারলাম না বন্ধুরা আর এই কথা গুলো পড়ে তোমরা আমাকে মনে মনে পাগল ভেবোনা যেন । যাই হোক মূল কথায় ফিরে আছি আজ শনি বার 1/3/2014 ইংরেজী ষাল বারে রোজ শনিবার গেছিলাম গুলিসস্থান বিজনেসের কাজে কিনতু যে কাজে গেলাম সেই কাজ টি হলো না । মনতা একটু খারাপ হয়ে গেলো কারন হলো যে কাজের জন্য গুলিসস্থান আসা আমার সেই কাজ টি হলো না তাই হাতা ধরলাম গুলিসস্থান মাজারের সামনে থেকে হাততে হাততে একটু সামনে মানে জিপিও বিএনপি এবং আওয়ামলীগের অফিসের সামনে মুক্তি যোদ্ধা ক্রীয়ার সামনে আরে ঐ যে জোয়ার আসর বসেযে একটা মোর আছে ঐ যায়গায় হঠাৎ করে আমার চোখ গেলো রাষ্টার দিকে চেয়ে দেখি রাষ্টা মধ্যে একটি পাগলের খুব শ্রিরিয়েস অবস্থা । কোন একটি গাড়ী ঐ মহিলা পাগলটিকে একসিরেন্ট করে গাড়ীটি তেনে চলেগেছে কিনতু এইযে পাগলটি সে পাগল হোলেও তার মন পাগল হোলেও কিনতু তার সরীল টি পাগল নয় সেইটা তার রক্তে ভেজা সরিলের ব্যথার যন্ত্রনায় সেযে কাতর ওসটফট রতেছিলো তাতে বোজা যাচছিলো । কার মধ্যে একতু মনবদা কাজ করল না কেউ একটু তার কাছে গীয়ে তাকে ধরলনা তাকে হসপাতালে নেওয়ার মত ব্যবস্থাও কেও করলনা । সাধারন মানুষ গুলো না হয় আইন প্রষাসনের ভয়ে ধরেনায় কিনতু পুলিশ গুলো দেখুন তারা চেয়ে দখলো কিনতু একজন পুলিশও এগীয়ে আসলো না মহিলা পাগলটির পাশ্বে কেউ এসে দাড়ালো না । এই হলো আমাদের দেশের প্রশাসন ও রাষ্ট্রসেবা বাকী টুকো আপনেরাই ভোলুন ।
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন