সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন জঙ্গিবাদ কোনো দলের সমস্যা না এটি এখন আমাদের বাংলাদেশের ও সারাপৃথিবীর জাতীয় সমস্যা হয়ে দারিয়েছে । তাই এ সমস্যা থেকে দ্রুত উত্তরণের জন্য এসমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে। জঙ্গিবাদ তৎপরতা দমনে রাজনৈতিক বিভাজন বন্ধ করতে হবে।
সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার জঙ্গিবাদ দমনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেন। হেফাজতকে সমাবেশের অনুমতি দিয়ে সরকার ভুল করেছে বলেও মন্তব্য করেন তিনি।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির জামায়াতে ইসলামী ও তাদের গডফাদারদের আইন প্রয়োগ করে নিষিদ্ধ করার দাবি জানান। জঙ্গিবাদ দমনে বৈশ্বিক পর্যায়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাবও দেন তিনি। সর্বস্তরে একই শিক্ষাক্রম চালু করার প্রস্তাব দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহীম খালেদ। তিনি জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোকে পরিশীলিত করার পাশাপাশি জামায়াত-বিএনপির সময় নিয়োগ পাওয়া জঙ্গিসংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করার পরামর্শ দেন।মেজর জেনারেল (অব.) আবদুর রশীদের সভাপতিত্বে এ আলোচনার সঞ্চালনা করেন আইনজীবী তানিয়া আমীর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বক্তব্য দেন। এ ছাড়া আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের সাংবাদিক আবেদ খান সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার নিরাপত্তা বিশ্লেষক ইসফাক এলাহী চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না আর অনেকে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন