দশমজাতীয় সংসদের যাত্রা
শুরু করতে যাচ্ছে আজ (বুধবার)। নবম
সংসদের স্পিকার শিরীনশারমিন
চৌধুরীর সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক শুরু করবে আজ সন্ধ্যা৬টায়।গত
সংসদের প্রধান বিরোধী দল বিএনপি আজ দশম
সংসদে থাকছে না। ১৯৯১
সালেসংসদীয়
গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু হওয়ার পর এটাই প্রথম সংসদ, যেখানেআজ বিএনপি নেই। তত্ত্বাবধায়ক
সরকারের বিধান বাতিল করায় বিএনপি এবার নির্বাচনবর্জন করেছে। এই
নির্বাচনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় মারা গেছেন ১৪৬ জন।দেশে
অতীতে কোনো নির্বাচনে এতো বেশি মানুষের প্রাণহানি ঘটেনি।এবং এ ঘটনা এদেশের কল্কীয় অর্ধায় বড় বড় অক্ষরে
লেখা থাকবে ।আজ সংসদ
অধিবেশনের শুরুতে সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুসারে স্পিকার
ওডেপুটি
স্পিকার নির্বাচন করা
হবে। এরপর
কিছুক্ষণের বিরতিথাকবেতখন স্পিকার ও ডেপুটিস্পিকারকে
শপথ পড়াবেন রাষ্ট্রপতি। নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বেঅধিবেশন
পুনরায় শুরু করবে। রীতি
অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণদেবেন।
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন