রাজনৈতীক বিশ্লেষক ডঃ আমেনা মহসিন
-
রাজনৈতিক বিশ্লেষক ড. আমেনা মহসিন বলেন একটি ইতিবাচক ভাবমূর্তি নিয়ে ঘুরে দাঁড়ানোই বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিগত সময়ে ইতিবাচক কোনো ভাবমূর্তি নিয়ে তারা জনগণের সামনে গিয়েছিল এমনটা বলা যাবে না। এই লক্ষ্যে সর্বপ্রথম নিজ দলের সাংগঠনিক অবস্থার দিকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে দলের চেইন অব কমান্ড ফিরিয়ে আনা। বিগত সময়ে এই বিষয়টি সামনে এসেছে। একেক সময় একেকজনকে দলের মুখপাত্রের ভূমিকা পালন করতে দেখেছি। নেতৃত্ব নির্বাচনে গুরুত্ব দিতে হবে। বিগত সময়ে আন্দোলনে জনগণ কেন নামেনি তা ফাইন্ড আউট করে পরবর্তী করণীয় নির্ধারণে এখনি ভাবতে হবে। তিনি বলেন আন্দোলনে জনসম্পৃক্ত করতে কিছুটা সময় লাগবে। তবে এ মুহূর্তেই তা শুরু করা উচিত। যেমন বিএনপি চেয়ারপারসন বিভিন্ন জেলা সফরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। তার শিগগির এ কর্মসূচি শুরু করা উচিত। তিনি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরতে পারেন। এছাড়া সম্প্রতি সংখ্যালঘু নির্যাতনের বিষয়েও বিএনপি নেতাকর্মীদের আরও স্পষ্ট ভূমিকা পালন করা উচিত। এই ইস্যুতে দলটির নেতাকর্মীদের উচিত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো। ঢাবির এই অধ্যাপক আরও বলেন জামায়াত ও হেফাজত ইস্যুতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া তাদের অবস্থান তুলে ধরলেও তা আরও স্পষ্ট হওয়া উচিত। কারণ তাদের ভাবতে হবে এই মুহূর্তে জামায়াতকে সঙ্গে নিয়ে তাদের কোনো গেইন হচ্ছে কিনা। তিনি বলেন সরকারের অনেক খারাপ দিক থাকলেও বিএনপি সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারছে না। অথচ সরকার নানা খারাপ কাজ করলেও ডিজিটাল বাংলাদেশ বা আরও কিছু স্লোগান দিয়ে সাধারণ মানুষকে মোটিভেটেড করতে সফল হয়েছে। তিনি বলেন দেশী-বিদেশী কূটনীতিকদের সম্পর্ক জোরদার কোনো চ্যালেঞ্জ নয়। বর্তমানে কূটনৈতিক সম্পর্ক যেভাবে রয়েছে তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন