দশম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ নিরঙ্কুশ


দশম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে ব্যাপক সহিংস পরিস্থিতিতে গতকাল ৫ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

10th-Parliamentary-Elections-2014
দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে এগিয়ে গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দলের মর্যাদা অর্জন করতে যাচ্ছে জাতীয় পার্টি (এরশাদ)। ধারণা করা হচ্ছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী হতে যাচ্ছেন।
গতকাল রাত পৌনে চারটা পর্যন্ত ১৪৭ আসনের মধ্যে ১৩৯টি আসনের বেসরকারি ফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ ১০৫টি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২৭ জনসহ মোট ২৩২ টিতে জয় পেল আওয়ামী লীগ। জাতীয় পার্টি (জাপা) ১৩টি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২০ জনসহ দলটির জয়ী সংসদ সদস্যের সংখ্যা দাঁড়াল ৩৩ জনে। ওয়ার্কার্স পার্টি ৪টি ও জাসদ দুটি, তরীকত ফেডারেশন ও বিএনএফ একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ১৩টিতে। বাকি আটটি আসনে (গাইবান্ধা-১, ৩ ও ৪, বগুড়া-৭, যশোর-৫, লক্ষ্মীপুর-১, দিনাজপুর-৪ এবং কুড়িগ্রাম-৪) পুনর্র্নিবাচন হবে। দ্বিতীয় সর্বোচ্চ আসনধারী হওয়ায় জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে গণ্য হতে যাচ্ছে। পক্ষান্তরে নির্বাচনে অংশ না নেয়ায় বিএনপি বিরোধী দলের মর্যাদা হারাচ্ছে। নির্বাচন কমিশন ঘোষিত তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। রোববার গভীর রাত পর্যন্ত নির্বাচন কমিশন বিভিন্ন আসনের ফলাফল ঘোষণা করে। তবে নির্বাচনে শতকরা কত ভাগ ভোটার ভোট দিয়েছেন সে বিষয়ে কিছুই জানায়নি নির্বাচন কমিশন।

Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment