শনিবার ভোর ৬ টা থেকে ৬ জানুয়ারী সোমবার ভোর ৬ টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল

একদলীয় প্রহসনের নির্বাচন বন্ধ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের দাবীতে ১৮ দলীয় জোট ঘোষিত ৪ জানুয়ারী শনিবার ভোর ৬ টা থেকে ৬ জানুয়ারী সোমবার ভোর ৬ টা পর্যন্ত ৪৮ ঘণ্টার লাগাতার সর্বাত্মক হরতাল কর্মসূচী শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ০৩ জানুয়ারী নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন ঃ-
“বাংলাদেশ এক ভয়াবহ পরিস্থিতিতে নিপতিত। মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, মানবিক ও ধর্মীয় অধিকার ভূলুণ্ঠিত করে সরকার একদলীয় প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাকশালী শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে নোংরা দলীয় স্বার্থে ব্যবহার করে বিশ্ববাসীর নিকট বাংলাদেশের মর্যাদা ভূলুণ্ঠিত করেছে। বাংলাদেশ বিশ্ব দরবারে যে সম্মান ও মর্যাদার আসন গড়ে তুলেছিল এ সরকারের ৫ বছরের শাসনামলে তা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়েছে। এখন একদলীয় প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার বাংলাদেশকে বিশ্বসম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করার অবশিষ্ট কাজ সম্পন্ন করার চক্রান্ত করছে।
সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য গণহত্যা, মানুষের বাড়িতে বাড়িতে হামলা, বাড়ী থেকে ধরে এনে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, বাড়ীঘর ধ্বংস করে দেশে এক ভয়াবহ নৈরাজ্যের সৃষ্টি করেছে। সরকারের অব্যাহত গণহত্যা, গণনির্যাতনে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা স্তব্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশ বিশ্বের ঝুঁকিপূর্ণ শীর্ষ ১০ অস্থিতিশীল অঞ্চলের তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। অর্থনৈতিক অবরোধের সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু সরকার ব্যস্ত প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র বাস্তবায়নে। 
সরকারের এই হঠতারিতা ও একগুয়েমিতার বিরুদ্ধে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করছে। জনগণ তাদের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরেধের প্রাচীর গড়ে তুলেছে। মানুষের জান-মান ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ও ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং দেশ, জনগণ, সংবিধান, গণতন্ত্র রক্ষার লক্ষ্যে ১৮ দলীয় জোট ৪ জানুয়ারী শনিবার ভোর ৬ টা থেকে ৬ জানুয়ারী সোমবার ভোর ৬ টা পর্যন্ত ৪৮ ঘণ্টার লাগাতার সর্বাত্মক হরতাল কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হয়েছে।
এ কর্মসূচী শান্তিপূর্ণ উপায়ে সফল করে তোলার জন্য আমি ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, পেশাজীবী সম্প্রদায় ও সুশীল সমাজসহ দেশের আপামর জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।” 
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment