প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন আপনারা এ মাটির সন্তান। আপনারা এই এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাববেন না। আপনারা মনে জোর নিয়ে নিজেদের অধিকার নিয়ে বাঁচবেন।
আজ বৃহস্পতিবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা মাধ্যমিক স্কুলের মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নির্বাচনের পরে যশোরের অভয়নগর উপজেলার মালোপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিপীড়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।বেলা সাড়ে তিনটার দিকে প্রধানমন্ত্রী নির্বাচনোত্তর সহিংসতায় যশোরের অভয়নগর উপজেলার মালোপাড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সেখানে ক্ষতিগ্রস্ত ৫১ পরিবারের প্রত্যেকটিকে ২০ হাজার থেকে এক লাখ টাকার চেক প্রদান করেন তিনি। সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি মুখে বলেন যে কেউ ভোট দিতে যায়নি। তাহলে ভোট দিতে যাওয়ার অপরাধে এই জুলুম-নির্যাতন কেন?’ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে শেখর চন্দ্র বর্মণ ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন এবং মন্দির সম্প্রসারণের দাবি জানান। প্রধানমন্ত্রী তাঁর দাবি পূরণের ব্যাপারে আশ্বাস দেন।জনসভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন। তিনি নির্বাচনের আগে সারা দেশে চলা অবরোধ হরতাল ও সহিংসতার কথা তুলে ধরেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন