ভারতে ক্রিকেট বোর্ডের সভাপতি শ্রীনিবাসন হুমকি দিলেন বাংলাদেশকে



ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি শ্রীনিবাসন          অর্থ আর ক্ষমতার কারনে কূটনৈতিক বিশিষ্ট শিষ্টাচারটুকুও বোধ হয় হারিয়ে ফেলতে বসেছেন ভারতের ক্রিকেট বোর্ডের অন্যতম সভাপতি শ্রীনিবাসনক্রিকেট বিশ্বে তিন দেশের (ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া) আধিপত্য যেন নিশ্চিত হয়েগেছে  প্রস্তাব পাস করার বেপারে আর সেই প্রস্তাব পাস করানোর জন্য নানাবিধ প্রলোভন দেখানো হয়েছিলো সেগুলো দিয়ে কাজ না হলে  হুমকি পর্যন্ত দিচ্ছেন বিসিসিআইয়ের প্রধানসংস্কার প্রস্তাবের পক্ষে অবস্থান না নিলে ভারত এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপটি খেলতে আসবে না বলে হুমকি দিয়েছেন শ্রীনিবাসনআজ মঙ্গলবার ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনটিতে কথা জানানো হয় ক্রিকেট বিশ্বের ওপর একচ্ছত্র আধিপত্যের যে পরিকল্পনা করেছে ভারত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সে জন্য আইসিসির সাতটি পূর্ণ সদস্য দেশের সম্মতি দরকারনানাবিধ প্রলোভন ভয় আর্থিক সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জিম্বাবুয়ে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের পক্ষে আনতে পেরেছে ভারতের মোড়লেরাকিন্তু বাংলাদেশের ক্রিকেট-সংশ্লিষ্টদের বারবার চাপ দিয়েও রাজি না করাতে পেরে এবার নাকি  হুমকি দিয়েছেন শ্রীনিবাসন আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে  আর বলা হয়েছে গোটা পরিকল্পনা যার মস্তিষ্কপ্রসূত সেই নারায়ণস্বামী শ্রীনিবাসন মা মারা যাওয়ার কারনে সে নাকি  দুবাই আসতে পারেননিতাঁর হয়ে বাংলাদেশের কর্তাদের সঙ্গে কথা বলেন আইপিএল কর্তা সুন্দর রামন এবং সচিব সঞ্জয় পটেলবাংলাদেশ রাজি হচ্ছে না দেখে এবার চাপ দেওয়ার জন্য স্কাইপে শ্রীনিবাসনকে ডেকে আনা হয়শ্রীনিবাসন একটা সময় উত্তেজিত হয়ে যান এবং উত্তেজিত হওয়ার পরে বলেন আপনারা রাজি না হলে আমরা এ বছর বাংলাদেশে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলব নাএশিয়া কাপ থেকেও নাম তুলে নেবদেখি আপনারা কি করতে পারেন ।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment