২০০৪ সালের ১ এপ্রিল রাত দশটা চট্টগ্রাম বন্দর পুলিশ ফাঁড়ির ফোন বেজে
ওঠেছিলো। নাম না জানা অজ্ঞাত এক ব্যক্তির ফোন। সিইউএফএল জেটি ঘাটে নামানো হচ্ছে বিপুল
পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। টেলিফোনটি রিসিভ করেন ফাঁড়ির হাবিলদার গোলাম
রসুল। তিনি বিষয়টি ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট আলাউদ্দিনকে জানালেন এর আধা
ঘন্টা আগে সার্জেন্ট আলাউদ্দিন ঘটনাস্থলের অদূরে খেয়াঘাট থেকে নৌকায় কয়লা
ডিপোর বাসায় ফিরছিলেন। খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে চলে গেলেন এবং তারা
মোবাইল ফোনটির বিষয়টি তত্কালীন সিএমপি ডিসি (বন্দর) আব্দুল্লাহ হেল বাকীকে
জানান। পরবর্তী নির্দেশে ঘটনাস্থলে ছুটে যান সার্জেন্ট হেলালউদ্দিন। এভাবেই
জানাজানি হয় ১০ ট্রাক অস্ত্র চালানের খবর। ফলে বিষয়টি কোন অবস্থায় গোপন
করার কোন উপাই ছিল না। ঘটনার মাত্র ৪ দিন আগে হেলালউদ্দিনকে বন্দর ফাঁড়ি থেকে
কয়লা ডিপো ফাঁড়িতে বদলি করে দিয়েছিলেন। একই সময় কয়লা ডিপোর ফাঁড়ি থেকে
আলাউদ্দিনকে বদলী করা হয়েছিল বন্দর ফাঁড়িতে ।
এতেই তাদের কাছে ইস্পর্ট হয়ে গেলো তাদের সাথে যাই হয়েছে একটি পরিক্লপীট গেম
খেলা হয়েছে ।
এতেই তাদের কাছে ইস্পর্ট হয়ে গেলো তাদের সাথে যাই হয়েছে একটি পরিক্লপীট গেম
খেলা হয়েছে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন