বগুড়া জেলায় আগামী মঙ্গলবার ভোর ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা 24 ঘণ্টার হরতাল ডেকেছে ১৮ দল। আজ রবিবার সকাল থেকে মাইকিং করে হরতালের প্রচারণা চালানো হয়।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্তিসহ নেতাকর্মীদের গুলি করে হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবিতে এই হরতালের ডাক দেয়া হয়েছে।
জেলা ১৮ দলের প্রচারের দায়িত্বে থাকা বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান রাজু জানান, গত শুক্রবার সংবাদ সম্মেলন করে রবিবার থেকে 24 ঘন্টার হরতাল আহ্বান করা হয়েছিলো। কিন্তু ওই সময় কেন্দ্রীয় ভাবে অবরোধ কর্মসূচি ঘোষণা করার কারণে গতকাল শনিবার জেলা ১৮ দলের বৈঠকে পূর্বঘোষিত হরতালের সময় পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এ কারণে রবিবার ও সোমবারের পরিবর্তে আগামী মঙ্গলবার ও বুধবার 24 ঘণ্টা হরতাল আহ্বান করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন