শ্যামল সরকার
প্রধানমন্ত্রী
শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মন্ত্রী
ও প্রতিমন্ত্রীরা। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর
কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। এরপরে শুরু হবে নির্বাচনকালীন সর্বদলীয়
সরকার গঠনের প্রক্রিয়া। এদিকে মন্ত্রী পদমর্যাদায় নিযুক্ত উপদেষ্টারা
এখনও পদত্যাগপত্র জমা দেননি। কিংবা তাদের দায়িত্ব থেকে অব্যাহতিও দেয়া
হয়নি।
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক সূত্রে জানা গেছে, মন্ত্রীদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করলে তবেই তা কার্যকর হবে। এখন তিনি পদত্যাগপত্র জমা নিয়েছেন মাত্র। প্রধানমন্ত্রী যতদিন পদত্যাগপত্র গ্রহণ না করবেন, ততদিন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা স্বপদে থেকে কাজ করে যাবেন।
বৈঠক সূত্রে আরও জানা গেছে, নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে যেসব মন্ত্রীকে রাখা হবে তাদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করবেন না।অন্যদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয়া হবে। এর পর মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।
এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেওয়ার অনুরোধ করেন। তখন বলা হয়, এক সপ্তাহের মধ্যে যেন সবাই পদত্যাগপত্র জমা দেন। এর পর থেকে পদত্যাগপত্র জমা পড়তে শুরু করে। প্রথমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম পদত্যাগপত্র জমা দেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল সচিবালয়ে সাংবাদিকদের জানান, ইতিমধ্যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে গত সপ্তাহে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, যারা সর্বদলীয় সরকারে থাকবেন, তাদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করবেন না। তাদের আর নতুন করে শপথ নেয়ারও দরকার হবে না
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক সূত্রে জানা গেছে, মন্ত্রীদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করলে তবেই তা কার্যকর হবে। এখন তিনি পদত্যাগপত্র জমা নিয়েছেন মাত্র। প্রধানমন্ত্রী যতদিন পদত্যাগপত্র গ্রহণ না করবেন, ততদিন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা স্বপদে থেকে কাজ করে যাবেন।
বৈঠক সূত্রে আরও জানা গেছে, নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে যেসব মন্ত্রীকে রাখা হবে তাদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করবেন না।অন্যদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয়া হবে। এর পর মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।
এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেওয়ার অনুরোধ করেন। তখন বলা হয়, এক সপ্তাহের মধ্যে যেন সবাই পদত্যাগপত্র জমা দেন। এর পর থেকে পদত্যাগপত্র জমা পড়তে শুরু করে। প্রথমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম পদত্যাগপত্র জমা দেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল সচিবালয়ে সাংবাদিকদের জানান, ইতিমধ্যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে গত সপ্তাহে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, যারা সর্বদলীয় সরকারে থাকবেন, তাদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করবেন না। তাদের আর নতুন করে শপথ নেয়ারও দরকার হবে না
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন