আওয়ামী লীগ প্রার্থীদের নাম ঘোষণা করলেন আজ

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩শ' আসনে দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গত বুধবার ও বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ৬ দফা দলের পার্লামেন্টারী বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়। আজ শুক্রবার বেলা ১১টায় আওয়ামী লীগের পার্লামেন্টারী বোর্ডের মুলতবি বৈঠকে চুলচেরা বিশ্লেষণ করে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলের মনোনয়নপত্র তুলে দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে প্রাথমিকভাবে ৩শ' আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করা হলেও পরে ১৪ দলের সঙ্গে বসে আলোচনা করে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।এবার দু'টি বিষয় সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করছে আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে না আসলে বর্তমান এমপিরাই অগ্রাধিকার পাবেন। তবে বিএনপি নির্বাচনে আসলে যেমন প্রার্থী দরকার, ঠিক তেমন প্রার্থীও রাখা হচ্ছে তালিকায়। এ কারণে এখন মনোনয়ন পাওয়া প্রার্থীদের অনেকেরই কপাল পুড়তে পারে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে এলে। কিছু আসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে জাতীয় পার্টি (এ), জেপি এবং ১৪ দলের শরিক দলগুলোর সঙ্গে কথা বলবে আওয়ামী লীগ। মনোনয়নপত্র প্রত্যাহারের ঠিক আগে আগে এসব আসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। জানা গেছে, যেসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে, তাদের অনেককেই ইতিমধ্যে মৌখিকভাবে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি ওইসব আসনের মনোনয়নপ্রত্যাশী অন্য নেতাদের দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করার নির্দেশনা দেয়া হয়েছে। সূত্র জানায়, নির্বাচন কমিশন এবং সারা দেশের সব জেলা প্রশাসকের কাছে দলের আসনওয়ারী প্রার্থীর নাম পাঠানো হবে। নির্বাচন কমিশন ও জেলা প্রশাসকদের কাছে প্রতি আসনের জন্য সম্ভাব্য দুই প্রার্থীর নাম পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। ঋণ খেলাপী কিংবা অন্য কোন কারণে প্রার্থিতা বাতিলের আশংকায় বিকল্প প্রার্থীর নাম পাঠানোর সিদ্ধান্ত দেয়া হয়। আওয়ামী লীগের পার্লামেন্টারী বোর্ডে এবার সিদ্ধান্ত হয়েছে, যারা দলবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবেন এবং মনোনয়নবঞ্চিত হয়ে নিজ-নিজ এলাকায় বিদ্রোহের চেষ্টা করবেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment