‘সিংহাম’ ছবিটি ছিল গত
বছরের অন্যতম ব্যবসা-সফল ছবি। এ ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অজয়
দেবগন। ছবিটি পরিচালনা করেছিলেন এ সময়ের সফল পরিচালক রোহিত শেঠি। এবার
‘সিংহাম-২’ নির্মাণের ঘোষণা দেন এই পরিচালক। চলতি বছরই এর শুটিং শুরু করছেন
তিনি। নতুন খবর হচ্ছে এ ছবিতে অজয় দেবগনের বিপরীতে এবার দেখা যাবে দীপিকা
পাড়–কোনকে। এর মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে আসছেন অজয়-দীপিকা। এর
আগে অনেকবার তাদের জুটি করে ছবি বানানোর ঘোষণা বেশ ক’জন পরিচালক দিলেও সেটি
হয়নি। কিন্তু এবার শুধু ঘোষণা পর্যন্ত সীমাবদ্ধ থাকছে না এ বিষয়টি।
ইতিমধ্যে রোহিত ছবির জন্য চুক্তিবদ্ধ করেছেন অজয় ও দীপিকাকে। ছবিটি
অ্যাকশনধর্মী হলেও এখানে ব্যাপক খোলামেলা রূপে দেখা যাবে দীপিকাকে। তা ছাড়া
অজয়ের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যেও কাজ করবেন তিনি। জানা গেছে, একটি
গানের মধ্যে একসঙ্গে স্নানের দৃশ্যেও ক্যামেরাবন্দি হবেন অজয়-দীপিকা।
বিষয়টি খোদ জানিয়েছেন পরিচালক। সেই গানটির শুটিংয়ের মধ্য দিয়ে আগামী
নভেম্বরে শুটিং শুরু হচ্ছে ‘সিংহাম-২’ এর। ছবিটি আগামী বছরের মাঝামাঝি সময়ে
মুক্তির কথা জানিয়েছেন পরিচালক। এদিকে অজয়ের সঙ্গে প্রথমবারের মতো অভিনয়
করতে যাওয়ায় বেশ আনন্দিত দীপিকা। এ বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে অনেক বড়
অভিনেতার বিপরীতে কাজ করেছি আমি। অজয়ের সঙ্গে কাজ করা হয়নি। তিনি অনেক আগে
থেকেই আমার খুব প্রিয় অভিনেতা। এবার তার সঙ্গে কাজ করতে যাচ্ছি বলে অনেক
ভাল লাগছে। এখানে রোমান্টিক দৃশ্যেও কাজ করবো আমরা। আশা করছি দর্শকরা
আমাদের প্রেম রসায়ন বেশ উপভোগ করবেন। অজয় দেবগন বলেন, দীপিকা এ সময়ের
অন্যতম দক্ষ অভিনেত্রী। আমার নিজের কাছেও তার অভিনয় ভাল লাগে। এবার একসঙ্গে
কাজ করছি আমরা। তাও আবার রোহিতের ছবিতে। আশা করছি ভালভাবে এর শুটিং শেষ
করতে পারবো।
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন