সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল শেখ
মুসলমানদের একবারই পবিত্র হজ পালন করার আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে তিনি
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অনুসরণ করার আহ্বান জানান। গতকাল এ খবর
দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়, নতুন যারা হজ করতে যান তাদের হজকে সহজ
করার জন্য গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ মুসলমানদের মাত্র একবার হজ পালন
করার আহ্বান জানিয়েছেন। একবার হজ করার পরে যে অর্থ দিয়ে কোন ব্যক্তি হজে
যান তা তিনি অভাবী মানুষদের মাঝে বিতরণ করার আহ্বান জানান। মক্কায় হজ
মন্ত্রণালয় আয়োজিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, সক্ষম সব
মুসলমানের জন্য জীবনে একবার হজ করা বাধ্যতামূলক। তিনি বলেন, মহানবী (সা.)
মাত্র একবারই হজ করেছিলেন। এ নিয়ম মুসলমানদের পালন করা উচিত। এর মাধ্যমে
অন্যদের হজকে সহজ করা যায়। ৯৫০০০ পুলিশ মোতায়েনএ বছর প্রায় ২০ লাখ
হজযাত্রী পবিত্র হজ পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব
মক্কা ও পবিত্র অন্য স্থানগুলোতে ৯৫০০০ পুলিশ মোতায়েন করেছে। এ কথা বলেছেন
স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ। একই সঙ্গে তিনি হজযাত্রীদের
রাজনৈতিক কোন কর্মকাণ্ডে না জড়ানোর আহ্বান জানান। নিরাপত্তাকর্মীদের তিনি
সতর্ক করেছেন সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে দৃষ্টি রাখতে। বলেন, রাজনৈতিক বা
জাতিগত কোন বিতর্ক সৃষ্টির জন্য সৌদি আরবকে ব্যবহার করতে দেয়া হবে না। আহত ৭ হজযাত্রী
পবিত্র নগরী মিনা ও আরাফাতে প্রচণ্ড ঝড়োবৃষ্টিতে কমপক্ষে ৭ হজযাত্রী আহত হয়েছেন। ঝড়ে তাদের তাঁবু বিধ্বস্ত হলে এ ঘটনা ঘটে। আহতদের পাঠানো হয়েছে হাসপাতালে। সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল আবদুল্লাহ আল হারথি বলেছেন, তারা আবহাওয়ার পূর্বাভাস তারা আগেই পেয়েছিলেন। এরপর পরিস্থিতি সামাল দেয়ার বিষয় নিয়ে পরিকল্পনা করছিলেন। ফিরিয়ে দেয়া হলো ১৫৮৭ সৌদি নাগরিককেহজ পারমিট ছাড়া পবিত্র মক্কা নগরীতে প্রবেশের সময় সৌদি আরবের ১৫৮৭ হজযাত্রীকে ফিরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। মক্কাগামী বিভিন্ন সড়কে চেকপোস্ট থেকে তাদের শনাক্ত করা হয়। বাহিতা এলাকায় নিরাপত্তাবিষয়ক কমান্ডার ব্রিগেডিয়ার আবদুল্লাহ আল ওবেইদ বলেন, তার সহকর্মীরা এছাড়া ১৭৯ জন বিদেশী হজযাত্রীকে গ্রেপ্তার করেছে। এসব হজযাত্রীকে অবৈধভাবে পরিবহন করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে ১০ সৌদি নাগরিককে। ফেরত পাঠানো হয়েছে ৫৮০০ যানবাহন। হজযাত্রীদের পোলিও টিকাএরই মধ্যে কয়েক হাজার হজযাত্রীকে পোলিও টিকা দেয়া হয়েছে। আফ্রিকা, পাকিস্তান, নেপাল, ভারত ও আফগানিস্তানের হজযাত্রীদের জন্য পোলিও চিকিৎসা বাধ্যতামূলক করা হয়েছে। এ তালিকায় আফ্রিকার যেসব দেশ রয়েছে তার মধ্যে আছে উগান্ডা, কেনিয়া, বেনিন, অ্যাঙ্গোলা, টোগো, নাইজার, বারকিনা ফাসো, মালি, কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, কোস্টারিকা, ঘানা, কঙ্গো ও ইথিওপিয়া। যেসব বন্দর দিয়ে হজযাত্রীরা সৌদি আরবে প্রবেশ করছেন তার সবগুলোতে তাদের ওপর পর্যবেক্ষণ করা হচ্ছে। গতকাল পর্যন্ত কয়েক হাজার হাজার হজযাত্রীকে দু’লাখ ডোজের বেশি পোলিও টিকা দেয়া হয়েছে।
হজ নিয়ে সেমিনারহজের নিয়মনীতি ও এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে সৌদি আরবের স্থানীয় ও বিদেশী হজযাত্রীদের নিয়ে একটি সেমিনার আয়োজন করে খাক-ই তাইবা (কেটিটি)। এতে প্রধান অতিথি ছিলেন উর্দু নিউজের প্রধান সম্পাদক তারিক মিশখাস। বক্তা ছিলেন জামিয়া সুলাইমানিয়া মসজিদের প্রধান মাওলানা ওমর নাদবি, জেদ্দা ইসলামিক সেন্টারের সিনিয়র স্পিকার আব্বাস আলী কাহুট ও অস্ট্রেলিয়ার ওয়াসিম রিজওয়াই। ভেড়ার দাম হতে পারে ১৫০০ রিয়াল
হজ মওসুমে কোরবানির জন্য প্রতিটি ভেড়ার মূল্য বেড়ে ১৫০০ সৌদি রিয়েল দাঁড়াতে পারে। এমন আভাস দিয়েছেন পশু ব্যবসায়ী হাফর আল বাতিন। তবে অন্য ব্যবসায়ীরা বলছেন, দাম বেড়ে ১৮০০ রিয়াল হতে পারে। তবে এ দাম কমে আসতে পারে ঈদুল আজহার পরে।
পবিত্র নগরী মিনা ও আরাফাতে প্রচণ্ড ঝড়োবৃষ্টিতে কমপক্ষে ৭ হজযাত্রী আহত হয়েছেন। ঝড়ে তাদের তাঁবু বিধ্বস্ত হলে এ ঘটনা ঘটে। আহতদের পাঠানো হয়েছে হাসপাতালে। সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল আবদুল্লাহ আল হারথি বলেছেন, তারা আবহাওয়ার পূর্বাভাস তারা আগেই পেয়েছিলেন। এরপর পরিস্থিতি সামাল দেয়ার বিষয় নিয়ে পরিকল্পনা করছিলেন। ফিরিয়ে দেয়া হলো ১৫৮৭ সৌদি নাগরিককেহজ পারমিট ছাড়া পবিত্র মক্কা নগরীতে প্রবেশের সময় সৌদি আরবের ১৫৮৭ হজযাত্রীকে ফিরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। মক্কাগামী বিভিন্ন সড়কে চেকপোস্ট থেকে তাদের শনাক্ত করা হয়। বাহিতা এলাকায় নিরাপত্তাবিষয়ক কমান্ডার ব্রিগেডিয়ার আবদুল্লাহ আল ওবেইদ বলেন, তার সহকর্মীরা এছাড়া ১৭৯ জন বিদেশী হজযাত্রীকে গ্রেপ্তার করেছে। এসব হজযাত্রীকে অবৈধভাবে পরিবহন করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে ১০ সৌদি নাগরিককে। ফেরত পাঠানো হয়েছে ৫৮০০ যানবাহন। হজযাত্রীদের পোলিও টিকাএরই মধ্যে কয়েক হাজার হজযাত্রীকে পোলিও টিকা দেয়া হয়েছে। আফ্রিকা, পাকিস্তান, নেপাল, ভারত ও আফগানিস্তানের হজযাত্রীদের জন্য পোলিও চিকিৎসা বাধ্যতামূলক করা হয়েছে। এ তালিকায় আফ্রিকার যেসব দেশ রয়েছে তার মধ্যে আছে উগান্ডা, কেনিয়া, বেনিন, অ্যাঙ্গোলা, টোগো, নাইজার, বারকিনা ফাসো, মালি, কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, কোস্টারিকা, ঘানা, কঙ্গো ও ইথিওপিয়া। যেসব বন্দর দিয়ে হজযাত্রীরা সৌদি আরবে প্রবেশ করছেন তার সবগুলোতে তাদের ওপর পর্যবেক্ষণ করা হচ্ছে। গতকাল পর্যন্ত কয়েক হাজার হাজার হজযাত্রীকে দু’লাখ ডোজের বেশি পোলিও টিকা দেয়া হয়েছে।
হজ নিয়ে সেমিনারহজের নিয়মনীতি ও এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে সৌদি আরবের স্থানীয় ও বিদেশী হজযাত্রীদের নিয়ে একটি সেমিনার আয়োজন করে খাক-ই তাইবা (কেটিটি)। এতে প্রধান অতিথি ছিলেন উর্দু নিউজের প্রধান সম্পাদক তারিক মিশখাস। বক্তা ছিলেন জামিয়া সুলাইমানিয়া মসজিদের প্রধান মাওলানা ওমর নাদবি, জেদ্দা ইসলামিক সেন্টারের সিনিয়র স্পিকার আব্বাস আলী কাহুট ও অস্ট্রেলিয়ার ওয়াসিম রিজওয়াই। ভেড়ার দাম হতে পারে ১৫০০ রিয়াল
হজ মওসুমে কোরবানির জন্য প্রতিটি ভেড়ার মূল্য বেড়ে ১৫০০ সৌদি রিয়েল দাঁড়াতে পারে। এমন আভাস দিয়েছেন পশু ব্যবসায়ী হাফর আল বাতিন। তবে অন্য ব্যবসায়ীরা বলছেন, দাম বেড়ে ১৮০০ রিয়াল হতে পারে। তবে এ দাম কমে আসতে পারে ঈদুল আজহার পরে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন