সিরিয়ার
মোয়াদামিয়াহ শহরে সরকারি বাহিনী অবরোধ শিথিল করার ফলে সেখান থেকে হাজার
হাজার লোক এখন পালিয়ে আসছে। গত মার্চ মাস থেকে শহরটি বিদ্রোহীদের
নিয়ন্ত্রণে ছিল। সেনাবাহিনীর
অবরোধ শিথিল করায় মানুষ স্রোতের মত শহরটি থেকে পালিয়ে রাজধানী দামেস্কে
দিকে ছুটছে। দীর্ঘদিন সেখানে চলেছে ভারি বোমার বিস্ফোরণ। আর সরকারি
বাহিনীও মোয়াদামিয়াহ শহরটি করে রেখেছিল এক অর্থে অবরুদ্ধ। ফলে খাবার পানির
অভাবে জীবনধারণ হয়ে পড়ে এক অর্থে ভয়াবহ। সেখানে এতদিন আটকে থাকা এক মহিলা
বলছিলেন তারা ঘাস, পাতা খেয়ে জীবনধারণ করে ছিলেন। এদিকে সিরিয়ার
প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার উপপ্রধান মন্ত্রী কাদির জামিলকে বরখাস্ত
করেছেন। জেনেভাতে আমেরিকান একজন কূটনৈতিকের সাথে সাক্ষাতের পর তিনি এই
সিদ্ধান্ত নেন।
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন