'পুলিশকে সাধারন মানুষের বন্ধু হিসেবে রাখা হবে তাতে সাধারন মানুষের সুবিদা হবে পুলিশের ভালো
হবে বলে মনে করেন দেশের সরকার ।
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন গণতন্ত্র রক্ষা করে দেশ থেকে জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসবাদ দূর করতে হবে। সঠিক শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ বাহিনীকে দক্ষিণ-পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ বাহিনীতে রূপান্তর করা হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র রক্ষায় পুলিশকে সাধারন মানুষের বন্ধুহিসেবে গড়ে তুলব। গতকাল দুপুরে নগরীর বয়রা পুলিশলাইন্স মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি একই স্থানে স্থাপিত খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) নতুন যোগ হওয়া লবণচরা, হরিণটানা ও আড়ংঘাটা থানার নামফলক উন্মোচন করেন। মহীউদ্দীন খান আলমগীর আরও বলেন, বর্তমান সরকার পুলিশবাহিনীর জন্য শতকরা ৩০ ভাগ ঝুঁকিভাতা বাড়িয়েছে। সর্বাধিকসংখ্যক সদস্যকে শান্তি মিশনে পাঠিয়েছে, যা গত ১৫ বছরেও সম্ভব হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্র রক্ষা এবং স্বৈরতন্ত্রের বিতাড়নে সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েবলেন, এই কাজটা সম্পুন্য করতে পারলে আর অস্ত্রের মুখে ক্ষমতা দখল ও কুক্ষিগত করে রাখা যাবে না। সবাই দায়িত্বশীল হয়ে একসঙ্গে কাজ করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের সমর্থন চেয়ে বলেন, বিদেশে অর্থ পাচারকারীরা আগামীতে মুখ দেখাতে লজ্জা পাবে।কেএমপি কমিশনার মো. সফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন।
হবে বলে মনে করেন দেশের সরকার ।
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন গণতন্ত্র রক্ষা করে দেশ থেকে জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসবাদ দূর করতে হবে। সঠিক শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ বাহিনীকে দক্ষিণ-পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ বাহিনীতে রূপান্তর করা হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র রক্ষায় পুলিশকে সাধারন মানুষের বন্ধুহিসেবে গড়ে তুলব। গতকাল দুপুরে নগরীর বয়রা পুলিশলাইন্স মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি একই স্থানে স্থাপিত খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) নতুন যোগ হওয়া লবণচরা, হরিণটানা ও আড়ংঘাটা থানার নামফলক উন্মোচন করেন। মহীউদ্দীন খান আলমগীর আরও বলেন, বর্তমান সরকার পুলিশবাহিনীর জন্য শতকরা ৩০ ভাগ ঝুঁকিভাতা বাড়িয়েছে। সর্বাধিকসংখ্যক সদস্যকে শান্তি মিশনে পাঠিয়েছে, যা গত ১৫ বছরেও সম্ভব হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্র রক্ষা এবং স্বৈরতন্ত্রের বিতাড়নে সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েবলেন, এই কাজটা সম্পুন্য করতে পারলে আর অস্ত্রের মুখে ক্ষমতা দখল ও কুক্ষিগত করে রাখা যাবে না। সবাই দায়িত্বশীল হয়ে একসঙ্গে কাজ করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের সমর্থন চেয়ে বলেন, বিদেশে অর্থ পাচারকারীরা আগামীতে মুখ দেখাতে লজ্জা পাবে।কেএমপি কমিশনার মো. সফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন