সভা-সমাবেশ
নিষিদ্ধ সমঝোতা ও সংলাপের পথে অন্তরায় হবে না বলে মনে করেন যোগাযোগমন্ত্রী
ওবায়দুল কাদের। আজ রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে
ঈদের শুভেচ্ছাবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে যতটা জেনেছি, তারা বড় ধরনের নাশকতার তথ্য পেয়েছিল। এ কারণে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা সমঝোতা ও সংলাপের পথে অন্তরায় হবে বলে মনে করি না।’ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন, এটা সংলাপ ও সমঝোতার পথে নতুন দরজা খুলে দিয়েছে। এখন সংলাপের যে সম্ভাবনা তৈরি হয়েছে, বিরোধী দলের উচিত এই সম্ভাবনাকে কাজে লাগানো।মন্ত্রী নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, ‘গত ২২ মাসে নিজেকে সফল মন্ত্রী দাবি করতে পারি না। তবে স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। একটা টিমওয়ার্ক নিয়ে কাজ করেছি। আমি মনে করি, মন্ত্রণালয়ের প্রধান ব্যক্তি সত্ হলে বাকি মন্ত্রণালয় অর্ধেক সত্ হয়ে যাবে।’
মন্ত্রী বলেন, ‘এ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে যতটা জেনেছি, তারা বড় ধরনের নাশকতার তথ্য পেয়েছিল। এ কারণে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা সমঝোতা ও সংলাপের পথে অন্তরায় হবে বলে মনে করি না।’ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন, এটা সংলাপ ও সমঝোতার পথে নতুন দরজা খুলে দিয়েছে। এখন সংলাপের যে সম্ভাবনা তৈরি হয়েছে, বিরোধী দলের উচিত এই সম্ভাবনাকে কাজে লাগানো।মন্ত্রী নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, ‘গত ২২ মাসে নিজেকে সফল মন্ত্রী দাবি করতে পারি না। তবে স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। একটা টিমওয়ার্ক নিয়ে কাজ করেছি। আমি মনে করি, মন্ত্রণালয়ের প্রধান ব্যক্তি সত্ হলে বাকি মন্ত্রণালয় অর্ধেক সত্ হয়ে যাবে।’
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন