
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ২৫ অক্টোবর সমাবেশ করবে ১৮ দলীয় জোট । তারা আশা করছেন, সভা-সমাবেশের ওপরে সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে তা তুলে নেবে। একই দিন সারা দেশের সব জেলা ও উপজেলা সদরেও ১৮ দলীয় জোটের উদ্যোগে সভা-সমাবেশ হবে। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ বুধবার ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে মির্জা ফখরুল এ কথা জানান।সভা-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে কী করবেন এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা সমাবেশ করব। নিষেধাজ্ঞা তুলে নিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।নাশকতা হতে পারে বলে পুলিশের কাছে তথ্য আছে এ বিষয়ে তিনি বলেন, যারা বলেন আমরা নাশকতা করতে পারি, তারাই নাশকতা ঘটান। আমরা শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ করতে চাই। নাশকতার মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাস করি। ২৫ অক্টোবর হবে অত্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ।তিনি অভিযোগ করেন, ২৫ অক্টোবর সামনে রেখে সরকার গণগ্রেপ্তার শুরু করেছে। সারা দেশে কয়েক শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন মাদ্রাসায় তল্লাশি চালানো হচ্ছে, ছাত্রদের নাজেহাল করা হচ্ছে। এ ধরনের তল্লাশি ও গ্রেপ্তার বন্ধ করার দাবি জানান তিনি।মির্জা ফখরুলের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, এলডিপির রেদোয়ান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন