১৯৯৬
এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারে থাকা ২০জন উপদেষ্টার মধ্যে থেকে ১০
জনের সমন্বয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব করেছেন বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ওই ২০ জন থেকে আওয়ামী লীগ পাঁচ জন
এবং বিএনপি পাঁচ জনের নাম প্রস্তাব করবে। সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে
ওই সরকারের প্রধান করা হবে। প্রয়োজনে তাঁদের এই সংসদে নির্বাচিত করে আনা
যেতে পারে, যেভাবে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করা হয়।১৮ অক্টোবর
প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাবের তিনদিনের মাথায় পাল্টা এই
প্রস্তাব তুলে ধরলেন বিরোধীদলীয় নেতা। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে
আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়া তাঁর এই নতুন প্রস্তাব তুলে ধরেন।সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ জাতিকে হতাশ করেছে।সংবাদ সম্মেলনের শুরুতেই বর্তমান সরকারের আমলে সংঘটিত দুর্নীতি ও
অনিয়মের নানা অভিযোগ তুলে ধরেন খালেদা জিয়া। দেশের বর্তমান অবস্থানে অসহনীয়
উল্লেখ করে তিনি বলেন, এখন জাতীয় ঐক্য সংহত করা জরুরি হয়ে পড়েছে। সকলে
মিলে গড়তে হবে জাতীয় ঐক্য। অখণ্ড জাতীয় সত্তা।
খালেদা জিয়া বলেন, গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র রক্ষায় জাতীয় নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নেই।প্রধানমন্ত্রীর ভাষণ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, সকলের আশা ছিল প্রধানমন্ত্রীর ভাষণে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য থাকবে। কিন্তু তা না থাকায় দেশবাসী হতাশ হয়েছে।
এর আগে গত ১৮ অক্টোবর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন একটি সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেন, তাতে যোগ দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে নামও আহ্বান করেন।
খালেদা জিয়া বলেন, গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র রক্ষায় জাতীয় নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নেই।প্রধানমন্ত্রীর ভাষণ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, সকলের আশা ছিল প্রধানমন্ত্রীর ভাষণে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য থাকবে। কিন্তু তা না থাকায় দেশবাসী হতাশ হয়েছে।
এর আগে গত ১৮ অক্টোবর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন একটি সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেন, তাতে যোগ দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে নামও আহ্বান করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন