পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের আমতলীতে চাঁদাবাজী ও বাস চলাচলে বাঁধার প্রতিবাদে কুয়াকাটাসহ জেলার অভ্যন্তরীণ সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পটুয়াখালী বাস মালিক সমিতি। আজ দুপুর ১২টা থেকে এই ধর্মঘট চলছে। ফলে যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। এর আগে মালিক সমিতি সকালে জরুরী সভা করে এই সিদ্ধান্ত নেয় এবং বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেন।জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক গোলাম মাওলা দুলু মৃধা জানান, বরগুনা মালিক সমিতির আওতাভুক্ত আমতলীর কিছু মালিক ও শ্রমিকরা বেশ কিছুদিন ধরে পটুয়াখালীর বাস চলাচলে বাঁধা প্রদান ও চাঁদাবাজী করে আসছিল। তাদের সাথে আলোচনা করেও কোন সুরাহা না হওয়ায় আজ সকালে জরুরী বৈঠক করে আমাদের এই ধর্মঘটের সিদ্ধান্ত নেই। বিষয়টি পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকারকেও অবহিত করা হয়েছে।জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, মালিক সমিতির কাছ থেকে ঘটনাটি শুনে বরগুনার জেলা প্রশাসকের সাথে আলাপ করেছি। এ ব্যাপারে সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে।
কুয়াকাটাসহ পটুয়াখালীর সকল রুটে বাস চলাচল বন্ধ
-পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের আমতলীতে চাঁদাবাজী ও বাস চলাচলে বাঁধার প্রতিবাদে কুয়াকাটাসহ জেলার অভ্যন্তরীণ সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পটুয়াখালী বাস মালিক সমিতি। আজ দুপুর ১২টা থেকে এই ধর্মঘট চলছে। ফলে যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। এর আগে মালিক সমিতি সকালে জরুরী সভা করে এই সিদ্ধান্ত নেয় এবং বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেন।জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক গোলাম মাওলা দুলু মৃধা জানান, বরগুনা মালিক সমিতির আওতাভুক্ত আমতলীর কিছু মালিক ও শ্রমিকরা বেশ কিছুদিন ধরে পটুয়াখালীর বাস চলাচলে বাঁধা প্রদান ও চাঁদাবাজী করে আসছিল। তাদের সাথে আলোচনা করেও কোন সুরাহা না হওয়ায় আজ সকালে জরুরী বৈঠক করে আমাদের এই ধর্মঘটের সিদ্ধান্ত নেই। বিষয়টি পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকারকেও অবহিত করা হয়েছে।জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, মালিক সমিতির কাছ থেকে ঘটনাটি শুনে বরগুনার জেলা প্রশাসকের সাথে আলাপ করেছি। এ ব্যাপারে সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন