কাল থেকে ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা মহানগর
আগামীকাল রোববার ভোর ছয়টা থেকে ঢাকা মহানগরের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, মিটিং, মানববন্ধন, লাঠি মিছিল ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন। ডিএমপি কমিশনার পরে প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment