আমরা সাধারনত অবসরের বসে এখন বেশিসময় টিভি দেখেই পার করে দেই । বলচলে ঘরের আর সকল সঙ্গীদের মধ্যে টিভি এখন আমাদের খুব কাছের সঙ্গী । শুধু তাই না টিভি আমাদের মন খারাপ করা থেকে ভালো করা পযন্ত সব কাজেরই সঙ্গী । কিন্তু এই সঙ্গীই বাড়াচ্ছে আমাদের জীবনে বিভিন্ন ধরনের ঝুঁকি । সাম্প্রতিক ব্রিটেনের এক দল গবেষক জানিয়েছেন ৫ ঘণ্টা বা তার বেশি সময় ধরে টিভি দেখলে মানুষের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় । রক্ত চলাচল বন্ধ হয়ে শরীরে জটিল সমস্যা সৃষ্টি করতে পারে ।
গবেষক দল ১৮ বছর ধরে প্রায় ৮৬ হাজার মানুষের ওপর পর্যবেক্ষণ করে এমন তথ্য দিয়েছেন । গবেষকদের দাবি, যারা দিনে গড়ে ৫ ঘণ্টার বেশি সময় ধরে টিভি দেখেন তাদের পালমোনারি এমবলিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সাধারণের থেকে দ্বিগুণ বেড়ে যায় । তাই বিশেষজ্ঞরা বলেছেন, এর থেকে বাঁচার উপায় হল একটানা টিভি না দেখে মাঝে মাঝে বিরতি দেয়া । কলকাতা টুয়েন্টিফোর ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন