শিক্ষা জাতীর মেরুদন্দ

শিক্ষা জাতীর মেরুদন্দ তাই আমাদের বেশি বেশি করে শিক্ষা লাভ করতে হবে । তাই বলে মিছে শিক্ষা নয় সত্যিকারের শিক্ষা অর্জন করতে হবে । ভালকরে লেখাপড়া করতে হবে ।
অনেক আগের কথা সেই সময় নতুন বোর্ডের বইয়ের দাম এবং গাইড দাম কম থাকলেউ আমরা ইচ্ছা করে পুরাতন বই কিনতাম । আর সেই বই পড়ে পরীক্ষা দিয়ে ভাল ফলাফল বা রেজাল করতাম ।তখন কার দিনে কিনতু বইয়ের কিনতু মাঝখান থেকে কাটা থাকত না । তাই একটি প্রভাত আছে সেইকালের লেখা পড়া আর এ কালের লেখাপড়া ।অনেক পাথর্ক সে কালের ক্ল্যাস ফাইভ পার্স আর এ কালের বিয়ে বা অনার্স পার্স তবুও মনে হয় কম হয়ে গেল ।
কারন তখন কার দিনে কিনতু স্যরেরা ছিলেন ম্যজেজস্টারের চেয়ে বড় করা আর তাদের শিক্ষা তাও ছিল অনেক কঠিন ।আর সে সময়য়ের শিক্ষার্থীরাউ ছিলেন অনেক সত মেধাবী ও নিষ্ঠাবর্ন ।
সেকালে তারা মানে শিক্ষাথীরা কোন নকলের সুযোগ সুবিদা গ্রহন করিতেন না বা নিতেন না । তারা কখন বই ছিরে বা বই গাইড কেটে জুতা ও মুজার ভিতরে ডুকিয়ে সাথে করে নিতেন না ।
আর এইসব সততার মূল্যও কিনতু তারা পেয়েছেন না হোলে এরকম প্রভাত বাক্য হতো না
সে কালের ফাইভ পাস এ যুগের বিয়ে অর্নাস সমমান কথাটি হতো না ।
আমরা আসলে ভুলেই গেছি শিক্ষা যে জাতীর মেরুদন্দ ।
শিক্ষা সারা জীবনের কোন গতি নাই শিক্ষা সারা জীবন মানেই গতীহীন জীবন একথাতা আমাদের এ কালের সকল ছেলে মেয়ে এবং শিক্ষার্থী ভাই বোনদের মনে রাখতে হবে ।
তাই আমরা নকলকে ভাল না বেসে ঘৃনা করতে শিখি ।
আজ যদি আমরা সত্যিকারের শিক্ষীর্থ না হই তাহোলে আগামী প্রজম্মকে কি উপহারদিবো
নিজের সন্তানকেই বা কি শিক্ষাবো ।
আরে ভাই বোনেরা শিক্ষাকে পায়ের জুতার সাথে মিছিয়ে দিয়েন না ।
নিজের শিক্ষাকে পায়ের জুতার মুজার সাথে না মিছিয়ে নিজের শিক্ষাকে নিজর মনের হর্ডডিক্সে
ভিতরে রাখার চেষ্টা করেন ।
কত সময় মনে করেন কলেজের বারিন্দায় বসে বা এখানে ওখানে বসে বন্ধু বান্ধবের সাথে আর্ডায় সময় পার করে দেই কিনতু মনো যোগ দিয়ে লেখাপড়া করি না তাই পরীক্ষার সময় নিজের বই বা গাইড কেটে পরে তা পায়ের জুতার মুজার ভিতরে করে পরীক্ষার হলে নিয়ে যাই
আর শুরু করে দেই নকল করা আসলে আমাদের এই একটু ভুল আমাদের এই একটু নকলই
কিনতু আমাদের কে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে ও ভবীষ্রত অন্ধকার করে দিচ্ছেে ।
কি ভাই বোনেরা কথা কি বুজে আছে নাই আমার কথা টা আপনেরা বুজেন নাই আর বুজলে
আমাদের কি কি করতে হবে
প্রতেক দিন অন্তত এক থেকে দুই ঘন্টা কোরে লেখা পড়ায় মনযোগ দিতে হবে ।
এদিকে ওদিকে অযর্থা সময় নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে ফাওল আড্ডায় না মেতে
সেই সময়তা আপনি পড়ার টেবিলে ব্যয় করুন তাতে কাজে লাগবে এবং পরীক্ষায় ভাল ফলাফল
ও ভাল রেজাল আসবে ।
আমাদের একটি লক্ষ একটি প্রতাশা তাহোলো আমাদের শিক্ষা ।
আর আমাদের সকলকে সবসময় মনে রাখতে হবে শিক্ষাই কিনতু জাতীর মেরুদন্দ ।
আমাদের জাতীকে ভাল কিছু উপহার দিতে চাইলে সে ক্ষেত্রে শিক্ষা খুবই গুরুত্বপূন্য বিষয় কিনতু
আমাদের শিক্ষাই কিনতু আমাদের আগামী দেশ গড়ার বড় হাতীয়ার ।
আমাদের শিক্ষাই কিনতু দিতে পারে আগামীতে ভালো একটি সমাজ ববস্থা ।
তাই আসুন সারা দেশে শিক্ষার আলো জালিয়ে দেই এবং আগামীতে জাতীকে ভাল শিক্ষা উপহার দেই ।



Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment