হিজাব পরার অপরাধে ছাত্রীদের




হিজাব পরার অপরাধে ছাত্রীদের ক্লাস থেকে বের করে দিলেন ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আওয়ামীলীগের পন্থী শিক্ষিকা খুরশিদা বেগম
ফেব্রুয়ারী ২০১৪ রোজ সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার াজনীতি বিভাগের মাস্টার্সের (৩৮তম ব্যাচ) ৫০৫ নং কোর্স রেস অ্যান্ড এথনিক পলিটিক্স-এর ক্লাস নেয়ার সময় আওয়ামীলীগের পন্থী শিক্ষিকা . খুরশিদা বেগম হিজাব পরার অপরাধে ছাত্রীদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছে। প্রেজেন্টেশান চলাকালে সে ঘোষণা করে হিজাব পরিহিতাদের প্রেজেন্টেশান সে নেবে না। সময়ে খুরশিদা ঘৃণামূলক ইসলামবিরোধী মন্তব্য করে এবং ছাত্রীরা তার প্রতিবাদ করলে তাদেরকে ক্লাস থেকে বের করে দেয়। ছাত্রছাত্রীরা জানিয়েছে এর আগেও সে বিভিন্ন ব্যাচের বোরকা পরা ছাত্রী নিয়ে অশালীন মন্তব্য করেছেছাত্র ছাত্রীরা আর বলেছেন যে ইসলাম ধর্মকে এর আগেও আর কয়েক বার খুব জগন্য ভাষায়
ব্যবহার ও ইসলাম ধর্মকে নিয়ে তামাসার আচারন করেছেন ঐ শিক্ষীকা ।
দেশে সম্ভবত পুরুষ বলে কেউ নাই সম্ভবত আমরা সব মহিলা হয়ে গেছি নয়ত হিজালা হয়ে গেছি নাহোলে আমাদের এই দেশটি ভহী বিশ্বে একটি  মুছলীম দেশ দেশ হীসেবে পরিচিত কিনতু এখন এই দেশের কালচার হিন্দু ও খ্রীস্থান ইহোদীদের দেশের ন্যায় পরিনীত হচ্ছে অতছ আমরা বসে বসে তামছা নাটক গুলো দেখছি কেউ কোন প্রতিবাদ করতে পারটিছি না ।
যেই কোন প্রটিবাদের ভাষায় কথা বলবে তাকেই এরেস্থ করবে হয়ত প্রধানমন্ত্রীর হুকুমে নয়ত বা তার কোন মন্ত্রী পিয়েসের হুকুমে ।
আসলে এতাই সত্য কথা ইসালামের উপরে আর কোন ধর্ম নাই সূতারাং
আপনেরা সরকারী ও বিরোধী দলের নেতা কর্মীরা কেউ ইসলাম ধর্মকে নিয়ে দয়া করে তানা হেচরা কইরেন না ।রাজনীতি কিনতু ধর্মের চেয়ে বড় নয় রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম ধর্মের স্থানে থাকবে ।
যোদি পারেন দয়া করে যারা বি ধর্মীও আছেন তারা নবীর কালেমা পড়ে ইসলাম ধর্মকে স্বীকার করুন তাতে এই দুনীয়াতে শান্তী পাবেন
আখীরাতেও শান্তীপাবেন । মহান আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন ।
আমার লেখায় যোদি মনে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহোলে দয়া করে আমাকে ক্ষমা করবেন কারো মনে কষ্ট দেওয়ার জন্য এই লেখা নয়
শুধু জাস্ট চোখে আঙ্গুলদিয়ে দেখিয়ে দেওয়া ও বুজিয়ে দওয়ার জন্য ।
কোন অভিযোগ বা কোন মন্তব্য থাকলে এই নাম্বারে ফোন করুন 
01965219121 আমরা যে যে ধর্মের মানুষ তার সেই ধর্মই বড় ।
কিনতু তাই বোলে কোন রাজনীতি বীদ ধর্মকে নীয়ে তানা হেচরা কইরেন না ।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment