বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহাবুব হোসেন বলেছেন প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করে সরকারের জনসমর্থন যাচাই করুন। আপনারা বলছেন ৪০ ভাগ ভোট পড়েছে। কিন্তু ১ ভাগ ভোটও পড়েনি। গণভোট হলেই এর প্রমান হবে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং প্রতিবেশি রাষ্ট্রের ভূমিকা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন এই সরকার সংবিধান পরিপন্থী। যার কোনো গ্রহণযোগ্যতা নেই। যারা সংবিধান ভঙ্গ করেছেন তাদেরকে ভবিষ্যতে বিচারের মুখোমুখি করা হবে
অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দীন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর প্রতীক মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো ভিসি অধ্যাপক ইউসুফ হায়দার, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় সংসদ সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন