সরকার দমন পীরনে বিরোধী দলকে আর কঠর হঠে হবে
-
মোকাবেলা দলটির নীতিনির্ধারকদের মতে, ৫ জানুয়ারির নির্বাচনের পর সরকার হয়তো কিছুটা নমনীয় হওয়ার চেষ্টা করছে। কারণ বিএনপি কঠোর আন্দোলন থেকে সরে জনসম্পৃক্ত কর্মসূচির দিকে হাঁটছে। কিন্তু এভাবে জনসস্পৃক্ত কর্মসূচি দিয়ে দাবি আদায় করা কখনোই সম্ভব হবে না। এক সময় আবারও কঠোর আন্দোলনের দিকে যেতে হবেে সরকার দমন পীরনে বিরোধী দলকে আর কঠর হঠে হবে। তখন সরকারও তাদের ছাড় দেবে না এটা স্পষ্ট। তাই সরকারের দমন-পীড়ন মোকাবেলায় এখনি ভাবতে হচ্ছে। বিগত সময়ে দমন-পীড়নের ফলে সাংগঠনিক যেসব সমস্যার সৃষ্টি হয় সেগুলো যাতে ভবিষ্যতে না হয় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে তারা। বিশেষ করে প্রথম সারির কোনো নেতাকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে কারা কিভাবে দলের আন্দোলনের নেতৃত্ব দেবেন তার একটি কৌশল স্থির করতে তৃণমূল নেতাকর্মীরা পরামর্শ দিয়েছেন। এছাড়া সরকারের নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের পাশে আর্থিক ও মানবিক সহায়তার বিষয়টিও বিবেচনা করার জোর দাবি উঠেছে। কেন্দ্রীয়ভাবে আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করার আগে এসব বিষয়ে দলের হাইকমান্ডকে গুরুত্ব সহকারে নিতে হবে বলে মনে করছেন অনেকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন