আগামী
জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-সদর লাখাই আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম
সদস্য, হবিগঞ্জ জেলা জাপা সভাপতি, হবিগঞ্জ সদর-লাখাই আসনে জাতীয় পার্টি
মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিককে নির্বাচিত করতে
লাখাই উপজেলার মনতৈল গ্রামে প্রচার মিছিল বের করা হয়েছে। গতকাল সন্ধ্যায়
করাব ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি নুরুজ আলী মেম্বারের নেতৃত্বে এই মিছিল
বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা দু’টি দলের দুঃশাসন থেকে
মুক্তি পেতে আগামী সংসদ নির্বাচনে জাপা নেতা আতিকুর রহমান আতিককে লাঙ্গল
মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন