বিমানের ডানায় পাখি অল্পের জন্য বেঁচে গেলো ১৩৬ যাত্রী

বিমানের ডানায় পাখি অল্পের জন্য বেঁচে গেলো ১৩৬ যাত্রী বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ বিমান।গতকাল বুধবার সকাল ৮টা ৩৫ মিনিটে বিজি ০৮৪ বিমানটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৬ জন যাত্রী নিয়ে সিঙ্গাপুর যাত্রা করেছিল। বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের সময় হঠাৎ সামনের ডান-পাশের ডানার মধ্যে একটি পাখি ঢুকে পড়ে। বিমানের পাইলট বিষয়টি বুঝতে পেড়ে উড্ডয়নের ২/৩ মিনিটের মধ্যে বিমানটি তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে ফিরিয়ে এনে জরুরি অবতরণ করান। বিমানে পাখি ঢোকার কারণে ইঞ্জিনের একটি প্লে¬ট কেটে যায় এবং কয়েকটিতে আঁচড় লাগে। সেই সঙ্গে পাখায় ব্যাপক ক্ষতি হয়।জরুরি অবতরণের পর দুর্ঘটনা-কবলিত বিমানটি ৯ নম্বর বে-তে রাখা হয়েছে। বিমানের প্রকৌশলীরা বিমানটির যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করছেন। বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল জানান, বুধবার সকাল ৮টা ৩৫ মিনিটে বিজি ০৮৪ বিমানটি ১৩৬ জন যাত্রী নিয়ে সিঙ্গাপুর যাওয়ার জন্য উড্ডয়নের জন্য রানওয়েতে ছিল। কিন্তু উড্ডয়নের পরপরই আবার বিমানটি ফিরেআসে। অবতরণের পর ১৩৬ জন বিমানযাত্রীকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।ব্যাপারে বিমানবন্দর নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করলে কর্মরত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তিনি এবিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি।বিমানের ডানায় পাখি অল্পের জন্য বেঁচে গেলো ১৩৬ যাত্রী বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ বিমান। গতকালবুধবার সকাল ৮টা ৩৫ মিনিটে বিজি ০৮৪ বিমানটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৬ জন যাত্রী নিয়ে সিঙ্গাপুর যাত্রা করেছিল। বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের সময় হঠাৎ সামনের ডান-পাশের ডানার মধ্যে একটি পাখি ঢুকে পড়ে। বিমানের পাইলট বিষয়টি বুঝতে পেড়ে উড্ডয়নের ২/৩ মিনিটের মধ্যে বিমানটি তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে ফিরিয়ে এনে জরুরি অবতরণ করান। বিমানে পাখি ঢোকার কারণে ইঞ্জিনের একটি প্লে¬ট কেটে যায় এবং কয়েকটিতে আঁচড় লাগে। সেই সঙ্গে পাখায় ব্যাপক ক্ষতি হয়।জরুরি অবতরণের পর দুর্ঘটনা-কবলিত বিমানটি ৯ নম্বর বে-তে রাখা হয়েছে। বিমানের প্রকৌশলীরা বিমানটির যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করছেন। বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল জানান, বুধবার সকাল ৮টা ৩৫ মিনিটে বিজি ০৮৪ বিমানটি ১৩৬ জন যাত্রী নিয়ে সিঙ্গাপুর যাওয়ার জন্য উড্ডয়নের জন্য রানওয়েতে ছিল। কিন্তু উড্ডয়নের পরপরই আবার বিমানটি ফিরে আসে। অবতরণের পর ১৩৬ জন বিমানযাত্রীকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।এ ব্যাপারে বিমানবন্দর নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করলে কর্মরত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তিনি এবিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment