আরাকান আর্মির সঙ্গে গোলাগুলি বিজিবি আহত হয়


  1. বুধবার সকাল সাড়ে ৯টার দিকে থানচির বড় মোদক এলাকায় এ ঘটনায় জাকির নামে বিজিবির এক নায়েক আহত হয়েছেন । বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন আহত বিজিবি সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে । সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ পরিচালনার জন্য হেলিকপ্টারে করে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি ও সেনা সদস্য পাঠানো হয়েছে । বিজিবি বলছে মিয়ানমারের ওই বিচ্ছিন্নতাবাদী দলটি সকালে বিজিবির টহল দলের ওপর আক্রমণ করলে সীমান্তরক্ষা বাহিনীও জবাব দেয় । এ সময় বিজিবির নায়েক জাকির আহত হন । থানচির রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা বলেন বড় মোদক বিজিবি ক্যাম্পের কাছেই সীমান্তে গোলাগুলির ওই ঘটনা ঘটে । মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী ওই দলটির নাম ‘আরাকান আর্মি’ বলে জানান তিনি । স্থানীয়দের ভাষ্য বিজিবি সদস্যরা মঙ্গলবার আরাকান আর্মির মালামাল বহনের কাজে ব্যবহৃত ১৩টি ঘোড়া আটক করে । এর জের ধরেই বুধবার সকালের এই গোলাগুলি । বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকীব আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তিনি এ বিষয়ে কোনো তথ্য দেননি ।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment