দুর্যোগ মোকাবেলা


ভূমিকাঃ জীবন সংগ্রামী মানুষ প্রতিকূল পরিবেশক জয় করেই গড়ে তুলেছে সভ্যতার সুন্দরর্য। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ ।
বাংলাদেশের মানুষেরা নানান ধরনের প্রাকৃতি দুর্যোগ মোকাবেলা করে
বেঁচে আছে । আবার দেখা গেছে অনেক জীবনের অপ মৃত্যু হয়েছে,,ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে ,,সম্পদ বাড়ীঘরের ক্ষয়ক্ষতি সব কিছু হারিয়েউ সহায়সম্বল হয়েউ বাংলাদেশের সাধার হত দরিদ্র মানুষেরা বেঁচে থাকার স্বপ্ন দেখেন ও বেঁচে থাকেন । শত ধংশের মধ্যে নতুন করে সাজিয়ে তুলে বাড়ি ঘর নিজেদের চলার পথ।

বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ রুপ ধারনাঃ
ঝড় জলোচ্ছাস,,কখন হয় আবার ভয়াবহ বন্যা,,আবার কখন থাকে খরা এই সব বাংলাদেশের মানুষের নিত্যসংঙ্গী হয়ে থাকে । ১৯৭০ সালে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চের ওপর দিয়ে বয়ে যাওয়া সাইক্লোন বা ঘূর্রনীঝড়ে কথা নিচ্ছই আমরা অনেকে জানি সে সময় প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ মানুষের অপমৃত্যু হয় ।
১৯৯১ সালে চট্রগ্রাম কক্সবাজার সমুদ্রোপকূলে জিবন হারায় আনুমানীক দুই লক্ষ মানুষ।১৯৯৮ সালের বন্যায় আনুমানীক দের কোটি মানুষের ক্ষয়ক্ষতি হয় । ২০০৭ সালে বাংলা দেশের অনেক 
অঞ্চলে ,,বন্যায়,,খরায়,,ও নদী ভাঙনে ক্ষতি হয় আনুমানীক দের কোটি থেকে দুই কোটি লোকের বাড়িঘর,,গবাদিপশু,,গাছপালা,,খেতেরফসল অনেক কিছু এক বারে শেষ হয়ে যায় । সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয় ,,বাঘের হাত,,বরিশাল,,খুলনা,,সুন্দর বন । আর সে সময় তান পরে বাংলাদেশের কৃষি ও অর্থনীতি বিপর্যয় অবস্থান বা রুপ নেয় ।

বাংলা দেশের প্রাকৃতিক দুর্যোগের প্রতিকারঃ
প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার ক্ষমতা মানুষের কাছে নাই । তবে হ্য দুর্যোগ মুখমুখি মোকাবেলা করার জন্য প্রস্তুত নিতে হবে ।
আবহাওয়া খারাপ দেখলে সাথে সাথে সতর্কমূলক ব্যবস্থা করত হবে এবং ব্যবস্থা গ্রহন করলে অনেক ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে । তাই বাংলাদেশের সকলকে সব সময় সচেতন থাকতে হবে । ঝড় ,,তুফান,,জলো্চ্ছাস এবং বন্যা থেকে আমাদের রক্ষা পেতে হলে প্রয়োজন উঁচু বাঁধ তৈরী করা । এর পাশ্বে রাষ্ট্রীয় পদক্ষক্ষেপ বা সরকারের সুপরিকল্পনা হতে বা থাকতে হবে । তবে একটি কথা সকলকে মনে রাখতে হবে তা হল 
জন সচেতনতা তাহলে একটি সোঁনার বাংলা গড়া যাবে ।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment