অতি শিগ্রই র্যব বাতিল করতে হবে বলে বললেন বেগম খালেদা জিয়া ।

জয়পুরহাটের জনসভায় যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ।
এই জনসভার উদ্ধেশে গত কালকেই তিনি ঢাকা ছেড়েছেড়ে চলে যান বগুড়ায় যেয়ে রাত্রে থাকেন ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে পরে জনসভায় যোগদান করেন । 
জন সভায় বাংলাদেশ জাতীয়বাদী বিএনপর চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া নারায়ন গঞ্জ ৭ গুম সহ  সকল 
হত্যা কান্ডের ঘটনা উলেক্ষ্য করে বলেন এসব নৈপথের নায়ক যারা তাদের অতি শিগ্রই আটকাতে হবে ।
তিনি আর বলেন দেশের এই চরম পরিস্থি ও অবস্থার জন্য এক মাত্র সরকার ও প্রশাসন দায় ।
প্রশাসনের অবহলিত কারনে দেশ আজ যে নৈরাজ্য শৃষ্টি হয়েছ  তা কাটাতে অনেক সময় লাগবে ।
তিনি আর বলেন সরকার ভর্তমান দেশের প্রশাসন পুলিশ ও র্যব কে দেশের কাজে না রেখে রাজনীতির কাজে 
রাখছেন ।
তিনি আর বলেন র্যব এখন জনগনের কাছে একটি আতংকের নামে পরিচিত হচ্ছেন ।
তাই অতি শিগ্রই র্যব বাতিল করতে হবে বলে বললেন বেগম খালেদা জিয়া ।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment