নিতান্ত ভাগ্য খারাপ বিহৎতর উত্তরবঙ্গ বাসীর । বিহৎতর উত্তর বঙ্গ সিরাজ গঞ্জ ও বগুরা এবং রংপুর সৈয়দপুর,দিনাজপুর,ঠাকুরগাঁও,বোদা,ভূল্লি,পঞ্চগড়,উত্তরবঙ্গের এই জেলা ও থানার কোর্চ ও বাস যাত্রীরা প্রতেক দিন অহর অহর হয়রানী হচ্ছেন । ভিশেষ করে উত্তর বঙ্গের মানুষের ভাষায় যাদের বলা হয় মফিজ গাড়ী । ভিশেষ করে এই গাড়ী গুলো হলো যেমন লাকী কোঁচ ও পঞ্চগড় ট্রাবেল এবং উত্তর বঙ্গের কোঁচ লাইনে এই ধরনের যতগুলো বাঁস বা কোঁর্চ আছে তাদের সকলের একই অবস্থা তারা এক একটি টির্কেটকে পাঁচ জন যাত্রীর কাছে পাঁচ বার ছয় বার করে বিক্রি করছে এবং যাত্রী দের কাছ থেকে উপযুক্ত ভাড়া নিচ্ছে এবং অনেক সময় অতিরিক্ত ভাড়া নিচ্ছে তা সর্তেও ভাড়া নেওয়ার সময় যাত্রীদর বলা হচ্ছে তাদেরকে ছিতে বসিয়ে নেওয়া হবে বা তাদেরকে ছিত দেওয়া হবে কিনতু পরে তাদের ছিত দেওয়া হচ্ছে না তাদেরকে আছতে হচ্ছে প্রায় পাঁচশত থেকে ছঁয়শত কিলো রাষ্টা দাড়িয়ে থেকে এ ভাবে নিয়তী ভাগ্য খারাপের কারনে এবং কিছু অসাধু বাঁস ও কোর্চ ইস্তাবদের কারনে বিহৎতর উত্তর অঞ্চলের যাত্রীদের প্রতেকদিন কম আর বেশি হয়রানী সিকার হোতে হচ্ছে । এর জন্য অবসস্যই কৃতপক্ষও কিছুতা দায় আছেন আর তা হোলো তাদের পরি চালনা ব্যবস্থা । তাই কোন সরিদয়বান কৃতপক্ষ আছেন কি তারা একটু ব্যবস্থা গুলো একটু দয়া করে ক্ষতিয়ে দেখবেন তাদের প্রতী আমার ভিশেষ আবেদন থাকলো ।
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন