যেতেছিলাম পুরনা পল্টন গ্রামীন বাসে করে হঠাৎ করে দেখি রাষ্টার পঞ্চিম পাশে একটি ট্রাকে করে বসে আসে কিছু লোক কারো একটি চোখ নেই কারো বা দুইটি চোখ নেই কারো একটি হাত নেই কারো বা একটি পাঁ নেই সকলের মাথায় গামছা বান্দা চোঁখে কালো চশমা মানে তারা সবাই প্রতীবন্ধী । কিনতু ঘটনা এখানে না ঘটনা অন্য জায়গায় আর তা হোলো তারাও আর দশ জনের মত করে সরকারের কাছে রাজনীতি করার জন্য জাতীয় পরিচয়পত্র ও নির্বাচন মানে তারাও রাজনীতী করতে চায় বা রাজনীতী দল গুলোতে যোগ দিতে চায় ।
আর এই জন্য তারা মান্যববন্ধনের কাছে ও সরকারের কাছে নাকী আবেদন পত্র পাথাইবে ।
আর এই জন্য তারা মান্যববন্ধনের কাছে ও সরকারের কাছে নাকী আবেদন পত্র পাথাইবে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন