আজ 25/2/2014 তারিখ রোজ মঙ্গল
বার । আজকের এই দিন টি চির স্বরনীয় হয়ে থাকবে সবার কাছে । আজকের দিনটি এমন একটি
দিন যে দিনটির কথা মনে পরলে ঘায়ের প্রতেকটি পষম দারিয়ে যায় ভয়ে । আজ মহান সৈনীক
দিবস । আজকের এই দিনে আজ থেকে পাঁচ বৎসর
আগে 25/2/2009 তারিখে ঘটে যায় সেই কল্ঙংকিত বিদ্রহী কর্মকান্ড । তাই আজকর এই
দিনটিকে সারা বাংলা দেশে মহান বীর সৈনীক দিবস হিসেবে পালন করা হয় । তাই আজ সকাল থেকে সেই দিনের সেই নিহত
সৈনীক দের কবরস্থানে ফুল দিয়ে শ্রধা জানান বাংলাদেশের সরকারী ও বেসরকারী ও বিরোধী
দলের সকল স্থরের নেতা কর্মীরা । সকালে ৯ টায় বনানী সামরিক
কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের কবরে
পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাষ্ট্রপতি ও
প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি এ পুষ্পস্তবক
অর্পণ করেন। এছাড়া
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিন বাহিনীর প্রধানগণ,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিজিবি
মহাপরিচালক সেনা কর্মকর্তাদের কবরস্থানে পুষ্পস্তবক
অর্পণ করেন। তা সারাও বিরোধী
দলের বিএনপির চেয়ার বেগম খালেদাজিয়ার পক্ষ থেকে ফুল দিয়ে নিহত সেনা সৈনীক দের কবরস্থানে
শ্রধা যানানো হয় । আওয়ামীলীগের সভা নেত্রী শেখহাসিনার পক্ষ থেকেও নিহত বীর সৈনীক কবরস্থানে
শ্রধা জানানো হয় ।বিকালে সাড়ে ৪টায় পিলখানা সদর দফতরে বীর উত্তম ফজলুর রহমান মিলনায়তনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন