গত সমবার আনুমানিক সকাল ১০ টার দিকে বাংলাদেশের হিলি সিমান্তের ২৮৪ মেইন পিলারের
৪৭ সাব পিলারের পাঁচগজ ভারত অভ্যন্তরে বাড়ির প্রাচীর নিরমানের কাজ শুরু করেন ভারতের
দক্ষিন বসুদেবপুর গ্রামের মতি লাল ।
ততক্ষানিক বিষয়টি জানতে পায় বাংলাদেশের
বর্ডার গার্ড এবং সাথে
সাথে তারা ঘটনা স্থলে পরিদর্শন করেন ও মতি লাল দেরকে বাদা দেন
এবং একই সংঙ্গে ভারতের বিএসএফকে বৈঠকের আহবান
জানান বাংলাদেশর বিজিপি ।
পরে বাংলাদেশর বিজিপি ও ভারতর বিএসএফেরা দুই
মিলিত হয়ে ঘন্টা দেরেক আনুমনিক ১১.৩৫ মিনিটে হিলি চেকপোস্টে এক বেঠক অনুস্থীত হয় ।
পরে কমান্ডার সুবেদার আতাহার আলী জানান সেখানে
কোন প্রাচীর নিরমান করতে দেওয়া হবে না ।তবে এই ঘটনাকে কেন্দ্র করে ঐ
ভারতের বিএসেফকে ঐ স্থানে তহল দিতে দেখা যায়
।
আর এই ঘটনাকে কেন্দ্র করে সিমানআয় এখন কোন ধরনের
উত্তেজনামুলক পরিবেশের কোন সংবাদ পাওয়া যায়
নাই ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন