দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেনভোটারদের বাড়ি বাড়ি যান। সরকারের
উন্নয়ন চিত্র তুলে ধরুন। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের
উন্নয়ন হয়। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি
বাসভবন গণভবনে জাতীয় নির্বাচনের দলের প্রার্থী বাছাইয়েয়ের পরবে তৃণমূল আওয়ামী
লীগের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে ঢাকও রাজশাহী জেলা ও মহানগর, শরীয়তপুর, নেত্রকোনা, নাটোর, নরসিংদী, সাতক্ষীরা, ঝিনাইদহ জেলা ও
জেলাধীন থানা, উপজেলা, প্রথম শ্রেণীর পৌর আওয়ামী লীগের সকল নেতাকররমমিরা
অংশ নেন।এ সময় প্রধানমন্ত্রী শেখহাসিনা আর বলেন বর্তমান সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরে বলেন আমরা সব সময়ের জন্য বাংলাদেশের মানুষষকে সামনের দিকে এগিয়ে নিয়েছি এবং এগিয়ে নেবো। ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছিলাম সেটাঊ আমরা করবো । এবং প্রধান মন্ত্রী শেখহাসিনা আর বলেন সব থানা ও জেলায় এবং প্রতেক গ্রামে প্রতেক বাড়িতে দেশের সকল জনগনকে বলবেন যেখানে যে ভাবেই নিরবাচনের প্রাথি দেই না কেন কার প্রাথী ভালো না লাগে তাহলে যেন তারা নৌকা মা৲রকা দেখে ভোট দেয় ।
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন